shono
Advertisement
Pat Cummins

টি-২০ বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা অজিদের, অনিশ্চিত কামিন্স, দুর্বল হচ্ছে বোলিং

উপমহাদেশে খেলার অভিজ্ঞতার নিরিখে প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার টি-২০ দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নাম।
Published By: Subhajit MandalPosted: 02:36 PM Dec 24, 2025Updated: 08:57 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের কারণে অ্যাসেজের প্রথম দু'টো টেস্টে খেলতে পারেননি তিনি। সিরিজের তৃতীয় টেস্টে ফিরেছিলেন প্যাট কামিন্স। সেই ম্যাচে দারুণ বোলিং করলেও বাকি অ্যাসেজে আর নেই তিনি। শুধু তাই নয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি খেলবেন কি না, এখনই বলা যাচ্ছে না। পিঠের চোটে তিনি আক্রান্ত।

Advertisement

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলে দিয়েছেন, "দেখা যাক। বিশ্বকাপ তো মাথায় রয়েছে। কিন্তু কামিন্স খেলবে কি না, এখনই বলার জায়গা নেই। তবে আমরা আশাবাদী।” গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে চোট পেয়েছিলেন কামিন্স। যার পর দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়া অধিনায়ক মাঠের বাইরে ছিলেন। অ্যাসেজের প্রথম দু'টো টেস্টে খেলতে পারেননি।

"চোট সারিয়ে ভালো ভাবে ফিরে এসেছিল প্যাট। কিন্তু দুর্ভাগ্যজনক যে, ওকে আর অ্যাসেজে পাওয়া যাবে না। একদিক থেকে ভালো যে, ইতিমধ্যে আমরা অ্যাসেজ জিতে গিয়েছি। তাই প্যাটকে খেলানোর ঝুঁকি আমরা আর নেব না," বলে দিয়েছেন ম্যাকডোনাল্ড। সঙ্গে যোগ করেছেন, "আমরা নতুন কোনও ঝুঁকির মুখে প্যাটকে ফেলতে চাই না। দীর্ঘমেয়াদি ভাবনার প্রেক্ষিত থেকে ব্যাপারটাকে দেখছি আমরা।"

প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার টি-২০ দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নাম। এমনিতেই টি-২০ দলে অভিজ্ঞ বোলারের অভাব। ব্যাটিং বিভাগও তুলনায় অনভিজ্ঞ। তাছাড়া উপমহাদেশে খেলার অভিজ্ঞতার নিরিখেও কামিন্স অনেকের থেকে এগিয়ে। তিনি না থাকলে মিচেল মার্শের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোটের কারণে অ্যাসেজের প্রথম দু'টো টেস্টে খেলতে পারেননি তিনি।
  • সিরিজের তৃতীয় টেস্টে ফিরেছিলেন প্যাট কামিন্স।
  • সেই ম্যাচে দারুণ বোলিং করলেও বাকি অ্যাসেজে আর নেই তিনি।
Advertisement