shono
Advertisement
WTC final

ক্রিকেট ইতিহাসে প্রথমবার, লর্ডসে নতুন রেকর্ডের মালিক 'ক্যাপ্টেন' কামিন্স

মাত্র ২৮ রানে ৬ উইকেট তুলে নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন প্রোটিয়া ব্রিগেডকে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:06 PM Jun 12, 2025Updated: 09:06 PM Jun 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া যেন হারতে জানে না। পিছিয়ে পড়েও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটা যেন প্রতি মুহূর্তে বুঝিয়ে দেন তিনি-প্যাট কামিন্স। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অনন্য নজির গড়লেন অজি অধিনায়ক। মাত্র ২৮ রানে ৬ উইকেট তুলে নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন প্রোটিয়া ব্রিগেডকে।

Advertisement

দ্বিতীয় দিনের শুরুতে একটা পার্টনারশিপ দরকার ছিল প্রোটিয়াদের। কিন্তু দক্ষিণ আফ্রিকার সেই স্বপ্নে জল ঢেলে দেয় কামিন্সের আগুনে বোলিং। প্রথম দিনে একটা উইকেট পেয়েছিলেন অজি অধিনায়ক। দ্বিতীয় দিনের শুরুতে ৩৬ রানের মাথায় তিনি ফেরান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে। এছাড়াও ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরিন, মার্কো জানসেন, কাগিসো রাবাডার উইকেটও যায় কামিন্সের ঝুলিতে। টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক হন অজি অধিনায়ক। অধিনায়ক হিসাবে লর্ডসে এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেটও তুলে নিয়েছেন তিনি।

কেবল ৩০০ উইকেট পাওয়াই নয়, লর্ডসে আরও এক গৌরবের নজির গড়েছেন কামিন্স। ক্রিকেট ইতিহাসের অধিনায়ক হিসাবে কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে পাঁচ উইকেট পাওয়ার নজির গড়তে পারেননি কেউই। কিন্তু সেই অভাবনীয় নজিরের মালিক হলেন কামিন্স। পাঁচ নয়, আইসিসি টুর্নামেন্টের এক ইনিংসে মোট ছ'টি উইকেট তুলে নিয়ে নতুন ইতিহাস লিখলেন তিনি।

আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলতে নেমে এক ইনিংসে সর্বোচ্চ চার উইকেট নেওয়ার নজির ছিল বাহরাইনের অধিনায়ক সরফরাজ আলির। ২০২২ সালে চতুর্দেশীয় সিরিজের ফাইনালে চার উইকেট নিয়েছিলেন তিনি। ১৯৯৩ সালে উইলিস ট্রফির ফাইনালে চার উইকেট নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক ওয়াসিম আক্রমও। এছাড়াও টেস্ট অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট তুলে নেওয়ার তালিকায় বিষেণ সিং বেদীকে টপকে গেলেন কামিন্স। স্বদেশীয় রিচি বেনোর সঙ্গে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কামিন্স, ৯বার পাঁচ উইকেট তুলে নিয়ে। এই তালিকায় সকলের উপরে রয়েছেন ইমরান খান(১২)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দ্বিতীয় দিনের শুরুতে একটা পার্টনারশিপ দরকার ছিল প্রোটিয়াদের। কিন্তু দক্ষিণ আফ্রিকার সেই স্বপ্নে জল ঢেলে দেয় কামিন্সের আগুনে বোলিং।
  • কেবল ৩০০ উইকেট পাওয়াই নয়, লর্ডসে আরও এক গৌরবের নজির গড়েছেন কামিন্স।
  • আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলতে নেমে এক ইনিংসে সর্বোচ্চ চার উইকেট নেওয়ার নজির ছিল বাহরাইনের অধিনায়ক সরফরাজ আলির।
Advertisement