shono
Advertisement

Breaking News

Tendulkar-Anderson Trophy

পতৌদি অতীত, উন্মোচিত তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই কিংবদন্তি ক্রিকেটার।
Published By: Prasenjit DuttaPosted: 06:08 PM Jun 19, 2025Updated: 06:46 PM Jun 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পতৌদির নাম সরিয়ে তেণ্ডুলকর-অ্যান্ডারসনের নামে সিরিজের নামকরণ নিয়ে বিতর্কের মধ্যেই উন্মোচিত হল ট্রফি। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর একদিন আগে ট্রফি উন্মোচন করেছেন শচীন এবং অ্যান্ডারসন। দুই কিংবদন্তি ক্রিকেটারকে রুপোলি ট্রফির সামনে পোজ দিতে দেখা যায়।

Advertisement

ট্রফিটিতে শচীনের 'আইকনিক' কভার ড্রাইভ এবং অ্যান্ডারসনের বোলিং অ্যাকশনের ছবি রয়েছে। রয়েছে দুই ক্রিকেট গ্রেটের সইও। ভারত এবং ইংল্যান্ড দুই দেশের ক্রিকেট বোর্ডের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "ইসিবি এবং বিসিসিআইয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি। এখন থেকে ভারত-ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ হবে এই নামেই। আগে ইংল্যান্ডে দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ হত পতৌদির নামে। ভারতে সিরিজটি হত ডি মেলো ট্রফি নামে।"

মাস দুই আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ট্রফিটি বাতিল করার কথা ভাবছে বলে খবর প্রকাশিত হয়েছিল। ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের ঐতিহ্যের প্রতীক এই এমএকে পতৌদি ট্রফি। ২০০৭ সালে ভারতের ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের নামকরণ করা হয় পতৌদি ট্রফি। কিংবদন্তি মনসুর আলি খান পতৌদির সম্মানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছিল, আসন্ন টেস্ট সিরিজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। সেই সিদ্ধান্তেই আজ সিলমোহর পড়ল। যদিও ইংল্যান্ড বোর্ডের তরফে বর্তমান সিদ্ধান্তের আগে তাদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়। প্রয়াত পতৌদির স্ত্রী শর্মিলা ঠাকুর এ ব্যাপারে ক্ষোভে ফেটে পড়েন। এমনকী এ ব্যাপারে বিসিসিআইয়ের হস্তক্ষেপও দাবি করেন।

সমালোচনায় সরব হন সুনীল গাভাসকর, কপিল দেবও। গাভাসকর বলেছিলেন, “এ ব্যাপারে ভারত-ইংল্যান্ড দুই দেশেরই সংবেদনশীলতার অভাব রয়েছে। নতুন নামকরণের ব্যাপারে যদি প্রাক্তন কোনও ভারতীয় অধিনায়কের কাছে প্রস্তাব যায়, তাহলে তা প্রত্যাখ্যানের কথা বলব।” কপিল বলেন, “এই সিদ্ধান্তটা আমার সত্যিই অদ্ভুত লাগছে। এরকম কী কখনও ঘটে?" এমনকী 'মাস্টার ব্লাস্টার' শচীনও পর্যন্ত জানান, পতৌদির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সবরকমভাবে চেষ্টা করেছেন তিনি। তবে, এবার ট্রফির নাম পরিবর্তন হলেও পতৌদির স্মৃতিতে একটি পদক দেওয়া হবে জয়ী দলের ক্যাপ্টেনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement