সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারত। তার পালটা হিসাবে ভারতের মাটিতে আয়োজিত আইসিসি টুর্নামেন্টে খেলতে আসবে না পাকিস্তানও। তার জেরে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারত, এমনটাই দাবি করলেন পিসিবির কর্তা। তাঁর মতে, পাকিস্তানের যা ক্ষতি হয়েছে তার থেকে অনেক বেশি ক্ষতি হবে ভারতের।

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সময়ই সিদ্ধান্ত হয়েছিল, ভারত যদি পাকিস্তানে না যায় তাহলে পাকিস্তানও ভারতে খেলতে আসবে না। ফলে আসন্ন এশিয়া কাপ ভারতে আয়োজিত হলেও পাকিস্তানের ম্যাচগুলি রাখতে হবে কোনও নিরপেক্ষ কেন্দ্রে। কিন্তু যেহেতু এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে হবে। পরপর ম্যাচ হওয়ার কারণে হাইব্রিড মডেলে আয়োজন করাও বেশ কঠিন। তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল চাইছে গোটা টুর্নামেন্টটাই ভারতের বাইরে আয়োজন করা হোক। আয়োজক ভারত থাকলেও ভারতের মাটিতে কোনও ম্যাচই খেলা হবে না।
সূত্রের খবর, এমনভাবে এশিয়া কাপের সূচি তৈরি হবে যেন অন্তত দুবার ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পান ক্রিকেটপ্রেমীরা। একই গ্রুপে রাখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। যদি দুই দল ফাইনালে ওঠে, তাহলে একই টুর্নামেন্টে তিনবার মেগাম্যাচ দেখা যেতে পারে। এই মেগাম্যাচের প্রসঙ্গ টেনেই মুখ খুলেছেন পাক বোর্ডের মুখপাত্র আমির মীর। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, "আমরা সবাই জানি ভারত বনাম পাকিস্তান ম্যাচের চাহিদা কত বেশি। তাই ভারত পাকিস্তানে খেলতে না আসায় আমাদের আর্থিক ক্ষতি হয়েছে। কিন্তু আমাদের যা ক্ষতি হয়েছে, তার থেকে অনেক বেশি ক্ষতি হবে ভারতের।"
উল্লেখ্য, ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু হাইব্রিড মডেলে আয়োজিত টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলি রাখা হয়েছিল দ্বীপরাষ্ট্রে। ফাইনালও খেলা হয় সেদেশেই। কিন্তু আসন্ন এশিয়া কাপটি আর হাইব্রিড মডেলে খেলা হবে না। পুরোপুরিভাবে সরিয়ে দেওয়া হবে ভারতের বাইরে। তাছাড়াও ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ এবং মহিলাদের বিশ্বকাপ আয়োজন করবে ভারত। সেক্ষেত্রে কোথায় খেলবে পাকিস্তান, সেই নিয়েও প্রশ্ন থাকছে।