shono
Advertisement
Asia Cup

ম্যাচ রেফারিকে বহিষ্কার না করলে খেলা বয়কট! হ্যান্ডশেক বিতর্কে এসিসির কাছে কড়া দাবি পিসিবির

'আচরণবিধি ভঙ্গ করেছেন ম্যাচ রেফারি', অভিযোগ পিসিবির।
Published By: Anwesha AdhikaryPosted: 04:59 PM Sep 15, 2025Updated: 05:13 PM Sep 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যান্ডশেক বিতর্কে এবার নয়া মোড়। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার ম্যাচ শেষ হওয়ার পর আম্পায়ারদের সঙ্গেও হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট অপেক্ষা করলেও ভারতীয় দলের কেউই এগিয়ে এসে তাঁর সঙ্গে হাত মেলাননি। হ্যান্ডশেক না করার পদক্ষেপের তুমুল সমালোচনা করে অভিযোগ জানিয়েছে পাকিস্তান। তাদের দাবি, চলতি এশিয়া কাপ থেকে বহিস্কার করা হোক ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে। তা না হলে এশিয়া কাপের পরের ম্যাচে নামবেন না শাহিন আফ্রিদিরা। 

Advertisement

রবিবার ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর পিসিবি থেকে বিবৃতি জারি করে বলা হয়, ‘টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। সূর্যকুমারকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল।’ পাক বিবৃতিতে আরও বলা হয়, ম্যাচের পর ভারতীয়রা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না, আম্পায়ারের তরফে এমন নির্দেশ ছিল না। তা সত্ত্বেও হাত না মিলিয়েই মাঠ ছাড়েন সূর্যরা।

ভারতীয়দের এই আচরণে ক্ষুব্ধ হয়ে এবার এসিসির কাছে অভিযোগ জানিয়েছে পাক দল। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাক দলের ম্যানেজার নাভেদ আক্রম চিমা সরকারিভাবে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। খেলোয়াড় সুলভ আচরণ করেনি ভারত, তাই অভিযোগ জানানো হল।’ এই অভিযোগ নিয়ে এসিসি চেয়ারম্যান তথা পাক মন্ত্রী মহসিন নকভি বলেন, "ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করার অভিযোগ এনেছে পিসিবি। অবিলম্বে ম্যাচ রেফারিকে সরানোর দাবি জানিয়েছে তারা।"

তবে এই অভিযোগের ভিত্তিতে নকভির নেতৃত্বাধীন এসিসি ভারতের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি। গোটা ঘটনা নিয়ে আম্পায়ার অ্যান্ডি পাইক্রফটও কিছু বলেননি। তার মধ্যেই জানা যায়, রবিবার ম্যাচের পর আম্পায়ারদের সঙ্গেও হাত মেলাননি সূর্যরা। অনেকে মনে করছেন, আসলে পাক ক্রিকেটারদের এড়াতে তাড়াহুড়ো করে মাঠ ছেড়েছিলেন ভারতীয়রা। সেকারণেই আম্পায়ারদেরও ভুলে গিয়েছিলেন তিলক বর্মারা। কিন্তু পাইক্রফটকে সরানোর দাবিতে অনড় পিসিবি। তারা সাফ জানিয়ে দিয়েছে, পাইক্রফটকে না সরানো হলে পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দল নামাবে না তারা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাক বিবৃতিতে আরও বলা হয়, ম্যাচের পর ভারতীয়রা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না, আম্পায়ারের তরফে এমন নির্দেশ ছিল না।
  • এসিসি চেয়ারম্যান তথা পাক মন্ত্রী মহসিন নকভি বলেন, "ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করার অভিযোগ এনেছে পিসিবি।"
  • এই অভিযোগের ভিত্তিতে নকভির নেতৃত্বাধীন এসিসি ভারতের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি।
Advertisement