সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘর্ষবিরতির পর ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় দফা। সেদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি'র প্রতিপক্ষ কেকেআর। এই আবহে পিএসএল-ও আইপিএলের সঙ্গে একই দিনে শুরু করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পিএসএল খেলতে বিদেশি ক্রিকেটাররা কি পাকিস্তান আসবেন? সেই প্রশ্নও তৈরি হয়েছে।
পিএসএলের দ্বিতীয় দফা শুরু হওয়ার আগে নানান বাধার সম্মুখীন পাকিস্তান। জানা গিয়েছে, নিরাপত্তার কারণে কিউয়ি তারকা কেন উইলিয়ামসন পিএসএল খেলার ব্যাপারে 'না' বলেছেন। উল্লেখ্য, পিএসএলের দশম আসরে ৩৭ জন বিদেশি ক্রিকেটার অংশ নিয়েছিলেন। যদিও এই আবহে তাঁদের পাওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে। যদিও ডেভিড ওয়ার্নার ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি পিএসএলে মাঠে নামার জন্য প্রস্তুত। এরই মধ্যে জানা গিয়েছে, পাকিস্তান সুপারলিগে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে চলেছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান।
যদিও পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, পিএসএলে খেলতে আপাতত পাকিস্তান আসতে চান না নিউজিল্যান্ডের আরও ৮ ক্রিকেটারও। পাকিস্তানের তরফে নিরাপত্তার আশ্বাস দেওয়া সত্ত্বেও ফিরে আসতে অনিচ্ছুক। এমনকী জিম্বাবোয়ের ক্রিকেটার সিকান্দার রাজাও পাকিস্তান আসতে রাজি নন। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজকেই সবার আগে গুরুত্ব দিতে চান বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন।
সূত্রের খবর, এই পরিস্থিতিতে মিনি রিপ্লেসমেন্ট ড্রাফ্টের আয়োজন করতে পারে পিসিবি। সেখানে বিদেশি ক্রিকেটারদের বিষয়টি খতিয়ে দেখা হবে। এরপরও যদি বিদেশি ক্রিকেটারদের নিয়ে কোনও ইতিবাচক সূত্র না মেলে, তাহলে একপ্রকার বাধ্য হয়েই বিদেশিহীন দল নামাতে হতে পারে পিএসএলের ফ্রাঞ্চাইজিগুলিকে। অন্যদিকে, আইপিএল খেলতে বেশিরভাগ ক্রিকেটারই ভারতে ফিরতে রাজি। যদিও ১১ জুন থেকে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফিকা। সেই কারণে আইপিএলের দ্বিতীয় দফায় দুই দলের ক্রিকেটাররা ভারতে হয়তো আসতে পারবেন না।
