সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পিভি সিন্ধু (PV Sindhu)। সেই খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে ব্যাডমিন্টন তারকার হবু স্বামীকে নিয়ে। জানা গিয়েছে, তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্মী ভেঙ্কট দত্ত সাইকে বিয়ে করতে চলেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী তারকা। ভেঙ্কটের সঙ্গে যোগ রয়েছে আইপিএলেরও।
সোশাল মিডিয়া সূত্রে জানা গিয়েছে, পসিডেক্স টেকনোলজি নামে এক তথ্যপ্রযুক্তি সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত সিন্ধুর হবু স্বামী। তিনি ডিপ্লোমা করেছেন ফাউন্ডেশন অফ লিবারাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন থেকে। ২০১৮ সালে বিবিএ করেন ফ্লেম বিশ্ববিদ্যালয় থেকে। পরে বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে এমবিএ করেন মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স নিয়ে। স্নাতকোত্তরের পড়াশোনা শেষ করেই তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মজীবন শুরু করেন ভেঙ্কট।
কেরিয়ারের একেবারে শুরুর দিকে তিনি জেএসডব্লিউর ইন হাউস কনসালট্যান্ট হিসাবে ইন্টার্নশিপ করেছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের মালিক জেএসডব্লিউ। এই সংস্থার সঙ্গে গভীর যোগ রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। কারণ চলতি বছরেই জেএসডব্লিউর ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে ঘোষণা করা হয়েছে তাঁর নাম। বিশ্বজুড়ে জেএসডব্লিউয়ের মালিকানায় যতগুলো ক্রিকেট দল রয়েছে, প্রত্যেকটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সৌরভের।
তবে জেএসডব্লিউয়ের পরামর্শদাতা হিসাবে আইপিএলে যুক্ত থাকলেও সৌরভের সঙ্গে হয়তো কাজ করেননি সিন্ধুর হবু স্বামী। আইপিএলের অভিজ্ঞতা প্রসঙ্গে ভেঙ্কটের মত, দল পরিচালনার জন্য যা দক্ষতা লাগে তার কাছে বিবিএ ডিগ্রিও ফিকে। মেগা টুর্নামেন্টের দলে যুক্ত থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানান ভেঙ্কট। ২০১৯ সাল থেকে গত পাঁচ বছর ধরে পসিডেক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন তিনি। আগামী ২২ ডিসেম্বর উদয়পুরে তিনি নতুন ইনিংস শুরু করবেন পিভি সিন্ধুর সঙ্গে।