সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ বাছলেন রবিচন্দ্রন অশ্বিন। আইসিসি যে সেরা একাদশ বেছে নিয়েছে, তার সঙ্গে বেশ কিছুটা তফাৎ রয়েছে অশ্বিনের দলের। যেখানে বাদ পড়েছেন মহম্মদ শামি। আইসিসি-র মতো অশ্বিনও বাদ দিয়েছেন রোহিত শর্মাকে। আর সুযোগ পেলেন কারা?
অশ্বিনের দলে ওপেন করবেন রাচীন রবীন্দ্র। চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশের ওপেনার নিউজিল্যান্ডের ক্রিকেটার। ব্যাট হাতে তাঁর রান সংখ্যা ২৫১। সঙ্গে আছে দুটি সেঞ্চুরি। গড় ৬২.৭৫। তিনটি উইকেটও আছে তাঁর নামে। তাঁর সঙ্গে ওপেন করবেন ইংল্যান্ডের বেন ডাকেট। টুর্নামেন্টে ২২৭ রান করেছেন তিনি। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬৫ রানের ইনিংস রয়েছে ইংরেজ ব্যাটারের।
অশ্বিনের দলের হয়ে তিন নম্বরে নামবেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় তারকার রান ২১৮। গড় ৫৪.৫। পাকিস্তানের বিরুদ্ধে একটি সেঞ্চুরি ছাড়াও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করেন। এই টুর্নামেন্টেই ১৪০০০ ওয়ানডে রান পূরণ করেছেন তিনি। চতুর্থ স্থানে আছেন শ্রেয়স আইয়ার। তিনি করেছেন ২৪৩ রান। দুটি হাফসেঞ্চুরি-সহ ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ হয়ে উঠেছেন তিনি।
তবে অশ্বিন দলে নেননি অক্ষর প্যাটেল, কেএল রাহুল ও হার্দিক পাণ্ডিয়াকে। উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাবেন অস্ট্রেলিয়ার জশ ইংলিশ। তারপর নামবেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। এরপর আছেন আফগানিস্তানের আজমাতুল্লা ওমরজাই। তিনি ৭টি উইকেট নিয়েছেন। প্রয়োজনে ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন।
অশ্বিনের দলের স্পিন বিভাগ সামলাবেন তিনজন। মিচেল ব্রেসওয়েল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীদের হাতে ঘূর্ণির অস্ত্র তুলে দিচ্ছেন তিনি। এর মধ্যে বরুণ চক্রবর্তীর তিন ম্যাচে উইকেট সংখ্যা ৯টি। কুলদীপের উইকেট ৭টি। পেস বিভাগে ম্যাট হেনরির উইকেট সংখ্যা ১০। তবে চোটের জন্য ফাইনালে খেলতে পারেননি নিউজিল্যান্ডের তারকা পেসার। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
অশ্বিনের সেরা একাদশ: রাচীন রবীন্দ্র, বেন ডাকেট, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, জশ ইংলিস, ডেভিড মিলার, আজমাতুল্লা ওমরজাই, মিচেল ব্রেসওয়েল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ম্যাট হেনরি। দ্বাদশ খেলোয়াড়: মিচেল স্যান্টনার।
