রবীন্দ্র জাদেজা কি এখনও ভারতের ভরসাযোগ্য অলরাউন্ডার? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যাটে-বলে ব্যর্থ। ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপে তাঁকে রাখা উচিত কি না, এই প্রশ্ন খুব স্বাভাবিক। এর মধ্যেই অবসর নিয়ে কথা শোনা গেল জাড্ডুর মুখে। মজার ছলে হলেও, তা নিয়ে চর্চা চলছে।
একটা গোটা সিরিজ উইকেটশূন্য থাকলেন রবীন্দ্র জাদেজা। এই সিরিজের পর কিন্তু জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে কথা উঠতে বাধ্য। পিছনে অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটার সুযোগের অপেক্ষা করছেন। একসময় রোহিত-কোহলিকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল। অথচ রবীন্দ্র জাদেজা খেলছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দুর্দশা অব্যাহত জাদেজার। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। টেস্টে কার্যকরী হলেও ওয়ানডে ক্রিকেটে তাঁর ভূমিকা আতসকাঁচের তলায়।
এর মধ্যেই একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জাদেজা ও ঋষভ পন্থ। সেখানে সঞ্চালিকা প্রশ্ন করেন, ভবিষ্যতে কি সিনেমায় নামার কথা ভাবছেন তাঁরা? তাতে পন্থ বলেন, "প্রথম কথা, আমি এখনও সেটা নিয়ে ভাবিনি। আপাতত মন দিয়ে ক্রিকেটটাই খেলতে চাই। তবে জাড্ডু ভাইয়ের কী পরিকল্পনা আছে, জানি না।" তা শুনে হেসে ফেলেন জাদেজা। সঙ্গে সঙ্গে বলে, "ও ঘুরিয়ে বলে দিচ্ছে আমার সময় শেষ হয়ে গিয়েছে।"
পন্থ হয়তো সেই উদ্দেশ্যে বলেননি। তবে 'সময় শেষ' কি না, সেই চর্চা চলছে। জাদেজা সেই পরিকল্পনা করেননি বোঝা গেল, কিন্তু পরিসংখ্যান তাঁর বিপক্ষে কথা বলছে। ওয়ানডেতে তাঁর ব্যাট থেকে হাফসেঞ্চুরি এসেছে ৬ বছর আগে। পুরো ওয়ানডে কেরিয়ারে একটিও সেঞ্চুরি নেই। শেষ ৫ উইকেট এসেছিল বছর তিনেক আগে। তাঁর একসময়ের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন পর্যন্ত বলছেন, জাদেজার জন্য সময়টা খুবই কঠিন।
