shono
Advertisement
RCB

এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হার, আইপিএল অধরাই বিরাটদের

Published By: Anwesha AdhikaryPosted: 11:26 PM May 22, 2024Updated: 11:45 PM May 22, 2024

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৭২/৮ ( রজত ৩৪, বিরাট ৩৩, আভেশ ৩/৪৪)

Advertisement

রাজস্থান রয়্যালস: ১৭৬/৬ (যশস্বী ৪৫, রিয়ান ৩৬, সিরাজ ২/৩৩)

৪ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল আসে, আইপিএল যায়। বদলে যায় দলের নাম, জার্সি, অধিনায়ক, মালিক। কিন্তু বদলায় না আরসিবির ভাগ্য। ১৭ বছর পরেও ভারতসেরার তকমা অধরাই থেকে গেল বিরাট কোহলিদের। দুরন্ত প্রত্যাবর্তনে স্বপ্ন জাগিয়েও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শেষ পর্যন্ত ট্রফি জয়ের কাছে পৌঁছতে পারল না। এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে এবারের মতো আইপিএল শেষ বিরাটদের। 

আইপিএলের (IPL 2024) মাঝামাঝি সময়ে যখন প্লে অফের অঙ্ক কষা শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা, আরসিবিকে বাদ দিয়েই চলত তাঁদের যাবতীয় কাটাছেঁড়া। কারণ সাত ম্যাচে মাত্র একটা জয় পেয়ে পয়েন্ট টেবিলের নিচে ধুঁকছেন বিরাট কোহলিরা। সেখান থেকে দুরন্ত কামব্যাক। টানা ৬ ম্যাচ জিতে প্লে অফের টিকিট। কিন্তু শেষরক্ষা আর হল না। এলিমিনেটরে এসে থেমে গেল আরসিবির (RCB) জয়রথ।

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে ইতিহাস, উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্বে বাঙালি আম্পায়ার

বুধবার এলিমিনেটরে মরণবাঁচন ম্যাচে টস জেতেন রাজস্থান (Rajasthan Royals) অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করতে পাঠান আরসিবিকে। তবে প্রথম থেকেই বেশ অস্বস্তিতে পড়েন বেঙ্গালুরুর ব্যাটাররা। সেভাবে পার্টনারশিপ গড়তে পারেননি কেউ। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭২ রানে থামে আরসিবির ইনিংস। তিন উইকেট তুলে নেন রাজস্থানের আভেশ খান।

রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ঝোড়ো ব্যাটিং যশস্বী জয়সওয়ালের। হাফসেঞ্চুরি হাতছাড়া করলেও দলের জয়ের ভিত গড়ে দেন তরুণ তুর্কি। লাগাতার উইকেট হারাতে থাকলেও রাজস্থানের রানের গতি কমেনি। শেষ ওভারে এসে ছক্কা মেরে রাজস্থানকে জেতান রভম্যান পাওয়েল। আগামী শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ারে আবার খেলবেন সঞ্জুরা। আরসিবির অভিযান শেষ, প্রতিবারের মতো ট্রফি ছাড়াই।

[আরও পড়ুন: বিরাটকে কেন কিনেছিলেন? ১৬ বছর ট্রফিহীন থাকার পরে জানালেন বিজয় মালিয়া

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেখান থেকে দুরন্ত কামব্যাক। টানা ৬ ম্যাচ জিতে প্লে অফের টিকিট। কিন্তু শেষরক্ষা আর হল না।
  • বুধবার এলিমিনেটরে মরণবাঁচন ম্যাচে টস জেতেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করতে পাঠান আরসিবিকে।
  • আগামী শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ারে আবার খেলবেন সঞ্জুরা।
Advertisement