shono
Advertisement
Rohit Sharma

রোহিত জমানার শেষের শুরু! ওয়ানডেতেও নতুন অধিনায়ক খুঁজে নিলেন আগরকররা?

কাকে নতুন অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে?
Published By: Arpan DasPosted: 09:04 PM Jun 09, 2025Updated: 09:04 PM Jun 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ছেড়েছেন আগের বছরই। সম্প্রতি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। এবার কি ওয়ানডে থেকে বিদায় আসন্ন? কার্যত তারও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর। এমনকী বোর্ড থেকে আশা করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নেতৃত্ব ছাড়বেন হিটম্যান। সেটা যখন হয়নি, তখন নতুন অধিনায়ক খোঁজার কাজ শুরু করে দিতে চাইছেন আগরকররা।

Advertisement

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট একটা পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে। সদ্য টেস্ট অধিনায়ক বদল করা হয়েছে। শুভমান গিলকে নেতৃত্ব দেওয়া নিয়ে অনেকে অখুশি হলেও, গম্ভীর-আগরকর জুটি যে তাঁকেই ভরসা করছেন সেটা পরিষ্কার। আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ গিলের জন্য অগ্নিপরীক্ষা। অন্যদিকে শ্রেয়স আইয়ারের নাম উঠেছিল ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে। কিন্তু নির্বাচক কমিটি সম্ভবত সেই পদে হাঁটতে চাইছে না।

ওয়ানডে বিশ্বকাপ ২০২৭-এ। তখন রোহিতের বয়স হবে ৪০। ফিটনেস তো বটেই, তখন রোহিত ফর্ম কতটা বজায় রাখতে পারবেন, সেটা একটা প্রশ্ন। এরই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট, গিলকে তার আগেই ওয়ানডে নেতৃত্বের জন্য ভাবছে। অর্থাৎ, তিন ফরম্যাটেই অধিনায়ক হবেন ২৫ বছর বয়সি ব্যাটার। আর রোহিতকে যদি নেতৃত্ব থেকে সরানোর পরিকল্পনা থাকে, তাহলে কি আর তিনি ২০২৭-র বিশ্বকাপে নামবেন?

বোর্ডের এক সূত্র বলছেন, "সত্যি কথা বলতে, আমরা অনেকেই ভেবেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত ওয়ানডে থেকে সরে দাঁড়াবে। তবে এটাও ঠিক রোহিতের সঙ্গে ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে বোর্ডের কোনও কথা হয়নি।" তাহলে শেষ পর্যন্ত কী দাঁড়ায়, সেই উত্তরটা সময়ই দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টি-টোয়েন্টি ছেড়েছেন আগের বছরই। সম্প্রতি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে।
  • এবার কি ওয়ানডে থেকে বিদায় আসন্ন? কার্যত তারও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর।
  • এমনকী বোর্ড থেকে আশা করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নেতৃত্ব ছাড়বেন হিটম্যান।
Advertisement