shono
Advertisement
Rinku Singh

প্রিয়ার সঙ্গে বিয়ে পিছিয়ে দিলেন রিঙ্কু, কিন্তু কেন?

চলতি বছরের নভেম্বরে চার হাত এক হওয়ার কথা ছিল।
Published By: Arpan DasPosted: 01:44 PM Jun 24, 2025Updated: 01:44 PM Jun 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিছিয়ে গেল রিঙ্কু সিং ও প্রিয়া সরোজের বিয়ে। চলতি বছরের নভেম্বরে চার হাত এক হওয়ার কথা ছিল। কিন্তু সেটা পিছিয়ে দেওয়া হয়েছে ২০২৬-র ফেব্রুয়ারিতে। প্রিয়ার পরিবারের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কিন্তু কেন আচমকা বিয়ে পিছিয়ে দেওয়া হল?

Advertisement

৮ জুন রিঙ্কু ও প্রিয়ার বাগদান পর্ব ছিল। লখনউয়ে বাগদান অনুষ্ঠানের মাধ্যমে প্রিয়া সরোজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার প্রস্তুতি শুরু নাইট তারকার। দুই পরিবারের তরফ থেকে বাগদানের অনুষ্ঠানটি ঘরোয়া রাখা হয়েছিল।

তার আগেই জানা গিয়েছিল ১৮ নভেম্বর রিঙ্কু ও সরোজের বিয়ে। এমনকী বারাণসীর তাজ হোটেল ভাড়াও নেওয়া হয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে সেটা পরের বছরের ফেব্রুয়ারিতে হবে। কারণ নভেম্বরে টানা ক্রিকেট চলবে। রিঙ্কু সেই নিয়ে ব্যস্ত থাকবেন। ঘরোয়া ক্রিকেট তো আছেই। তাছড়া অক্টোবর-নভেম্বরে ভারত অস্ট্রেলিয়া সফরে যাবে। সেখানে টি-টোয়েন্টি সিরিজ আছে। রিঙ্কু টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। তার বাইরেও ঘরোয়া ক্রিকেট থাকবে। সব মিলিয়ে ক্রিকেটকেই প্রাধান্য দিলেন রিঙ্কু। যদিও ফেব্রুয়ারির কত তারিখে বিয়ে, সেটা জানানো হয়নি।

রিঙ্কু-প্রিয়ার বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এছাড়াও ছিলেন তাঁর স্ত্রী ডিম্পল যাদব এবং জয়া বচ্চন। হাজির ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা-সহ আরও গণ্যমান্য অতিথি। জানা যাচ্ছিল, বিয়ের অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের পরিচিত ব্যক্তি ও রাজনৈতিক মহলের তারকারা উপস্থিত থাকতে পারেন। প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র বিপি সরোজকে ৩০ হাজার ভোটে হারিয়েছিলেন তিনি। তাঁর বাবা তুফানি সরোজ তিনবার সাংসদ ছিলেন। বর্তমানে তিনি কেরাকাটের বিধায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পিছিয়ে গেল রিঙ্কু সিং ও প্রিয়া সরোজের বিয়ে। চলতি বছরের নভেম্বরে চার হাত এক হওয়ার কথা ছিল।
  • কিন্তু সেটা পিছিয়ে দেওয়া হয়েছে ২০২৬-র ফেব্রুয়ারিতে।
  • প্রিয়ার পরিবারের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
Advertisement