shono
Advertisement

Breaking News

Rishabh Pant

আইপিএলের ধনীতম ক্রিকেটার হয়েই চমক, আয়ের নিরিখে বিরাট-রোহিতদের টপকালেন পন্থ

বার্ষিক কত টাকা আয় করেন পন্থ?
Published By: Anwesha AdhikaryPosted: 09:02 PM Nov 28, 2024Updated: 04:33 PM Nov 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের ইতিহাসে ধনীতম ক্রিকেটার তিনি। ২৭ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তার ফলে আয়ের নিরিখে বড়সড় উন্নতি করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। উপার্জনের তালিকায় বিরাট কোহলি-রোহিত শর্মাদেরও পিছনে ফেলে দিয়েছেন তিনি।

Advertisement

কীভাবে বিরাট-রোহিতদের পিছনে ফেললেন ভারতের উইকেটকিপার-ব্যাটার? হিসাব বলছে, আপাতত আইপিএল থেকে পন্থের বার্ষিক আয় ২৭ কোটি টাকা। সেই সঙ্গে বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার তিনি। বি গ্রেডে থাকার কারণে প্রতিবছর ৩ কোটি টাকা পান পন্থ। সবমিলিয়ে তাঁর বার্ষিক আয় ৩০ কোটি টাকা। তবে এর বাইরে ম্যাচ ফি, বিজ্ঞাপনী আয়ের মতো একাধিক ক্ষেত্রে উপার্জন করেন তিনি।

এখানেই পন্থের থেকে পিছিয়ে পড়েছেন বিরাট- রোহিতরা। ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা বোর্ডের কেন্দ্রীয় চুক্তির এ প্লাস গ্রেডে রয়েছেন। তার জন্য বার্ষিক ৭ কোটি টাকা বেতন পান তাঁরা। আইপিএলের নতুন রিটেনশন তালিকা অনুযায়ী, বিরাট পাবেন ২১ কোটি টাকা। রোহিতের জন্য বরাদ্দ ১৬ কোটি ৩০ লক্ষ টাকা। তার ফলে বিরাটের বার্ষিক আয় দাঁড়াচ্ছে ২৮ কোটি টাকা। রোহিতের আয় ২৩.৩ কোটি। দুজনের বার্ষিক আয়ই পন্থের থেকে কম।

উল্লেখ্য, গাড়ি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হওয়ার পরেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বি গ্রেডে নেমে গিয়েছিলেন পন্থ। কারণ দীর্ঘদিন মাঠে নামতেই পারেননি তিনি। চলতি বছরের আইপিএলে কামব্যাক করেছেন ঋষভ। তার পরে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও উন্নতি করতে পারেন তিনি। সেটা হলে বার্ষিক আয়ের নিরিখে বিরাট-রোহিতের থেকে ব্যবধান আরও বাড়বে পন্থের। তবে বিজ্ঞাপনী আয়ের ক্ষেত্রে নিঃসন্দেহে পন্থের থেকে বেশি আয় করেন বিরাট-রোহিতরা। আগামী দিনে পন্থও সেই উচ্চতায় পৌঁছতে পারেন বলেই অনুমান করা যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আপাতত আইপিএল থেকে পন্থের বার্ষিক আয় ২৭ কোটি টাকা।
  • ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা বোর্ডের কেন্দ্রীয় চুক্তির এ প্লাস গ্রেডে রয়েছেন।
  • গাড়ি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হওয়ার পরেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বি গ্রেডে নেমে গিয়েছিলেন পন্থ।
Advertisement