shono
Advertisement
Yuzvendra Chahal

চাহালের হ্যাটট্রিকে মুগ্ধ মাহভাশ, ভালোবেসে তারকা স্পিনারকে কী বলে ডাকলেন জানেন?

মাহভাশের সঙ্গে চাহালের সম্পর্ক নিয়ে চর্চাও কম নয়।
Published By: Anwesha AdhikaryPosted: 05:02 PM May 01, 2025Updated: 05:12 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে যুজবেন্দ্র চাহাল ভালো খেললেই নেটিজেনদের নজর থাকে তাঁর দিকে। সেই আরজে মাহভাশ আবারও আবেগঘন পোস্ট করলেন তাঁর 'স্যর' চাহালকে নিয়ে। বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন চাহাল। তারপরেই নিজের ইনস্টাগ্রামে তারকা লেগস্পিনারকে নিয়ে পোস্ট করেন মাহভাশ।

Advertisement

ব্যক্তিগত জীবনে ঝড়, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ভোগাচ্ছে চোট-আঘাতের সমস্যাও। কিন্তু চাহালের পাশে বারবার দেখা গিয়েছে মাহভাশকে। উৎসাহ দেওয়ার জন্য স্টেডিয়ামে থাকছেন। আবার সোশাল মিডিয়ায় পোস্টও করছেন। সেই মাহভাশের সঙ্গে চাহালের সম্পর্ক নিয়ে চর্চাও কম নয়। আগের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে চার উইকেট নেওয়ার পরে ইনস্টাগ্রাম স্টোরিতে মাহভাশ লেখেন, ‘তুমি কত্ত প্রতিভাবান! এই জন্যই তো তুমি আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী!!! অসম্ভব!’ সঙ্গে কাঁদতে থাকা একটি ইমোজি। সেই অশ্রু যে আনন্দাশ্রু সে কথা বলাই বাহুল্য।

তারপর বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধেও ফের চাহাল ম্যাজিক। দুরন্ত গতিতে রান তুলতে থাকা চেন্নাই ইনিংসকে তিনি থামিয়ে দেন, এক ওভারে চার উইকেট তুলে নিয়ে। ১৯ তম ওভারে চতুর্থ বলে দীপক হুডা, পঞ্চম বলে অংশুল কম্বোজ এবং ষষ্ঠ বলে নুর আহমেদের উইকেট তোলেন। হ্যাটট্রিক করেই পরিচিত সেলিব্রেশনে মেতে ওঠেন। এই নিয়ে আইপিএলে দ্বিতীয় হ্যাটট্রিকের মালিক হলেন চাহাল। আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনও বোলার হ্যাটট্রিক করতে পারেননি। বুধবার সেই নজিরও গড়ে ফেললেন চাহাল।

লেগস্পিনারের এমন চোখধাঁধানো পারফরম্যান্স দেখে মাহভাশ উচ্ছ্বসিত হবেন না, তা কি হতে পারে? যথারীতি ইনস্টা স্টোরিতে চাহালকে নিয়ে তিনি দু'লাইন লিখে ফেলেছেন। মাহভাশের প্রশ্ন, 'চাহাল কি ঈশ্বরীয় ফর্মে রয়েছেন? আসলে তাঁর মধ্যে যোদ্ধার মতো শক্তি ছিল।' লেগস্পিনারকে 'স্যর' সম্বোধন করে স্যালুটও ঠুকেছেন মাহভাশ। চলতি আইপিএলেই একাধিকবার চাহাল-মাহভাশকে দেখা গিয়েছে। বারবার প্রশ্ন উঠেছে, চাহাল-মাহভাশের সম্পর্ক কি কেবলই বন্ধুত্বের?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্যক্তিগত জীবনে ঝড়, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ভোগাচ্ছে চোট-আঘাতের সমস্যাও। কিন্তু চাহালের পাশে বারবার দেখা গিয়েছে মাহভাশকে।
  • বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধেও ফের চাহাল ম্যাজিক। দুরন্ত গতিতে রান তুলতে থাকা চেন্নাই ইনিংসকে তিনি থামিয়ে দেন, এক ওভারে চার উইকেট তুলে নিয়ে।
  • লেগস্পিনারের এমন চোখধাঁধানো পারফরম্যান্স দেখে মাহভাশ উচ্ছ্বসিত হবেন না, তা কি হতে পারে?
Advertisement