shono
Advertisement
Rohit Sharma

'সাদা জার্সিতে বহু সম্মান পেয়েছি...', টেস্ট থেকে অবসর রোহিত শর্মার

নতুন টেস্ট অধিনায়ক হিসেবে কাকে দেখা যাবে, এখনও কিছু জানা যায়নি।
Published By: Prasenjit DuttaPosted: 07:16 PM May 07, 2025Updated: 08:07 PM May 07, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অনেকেই ভেবেছিলেন, রোহিত শর্মা আসন্ন ইংল্যান্ড সফরে ভারতকে নেতৃত্ব দেবেন। কিন্তু খবর হল, টেস্ট ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করলেন 'হিট ম্যান'। কেন এমন সিদ্ধান্ত? লাল বলের ক্রিকেটে তাঁর খারাপ পারফরম্যান্সের কারণে তিনি নেতৃত্ব হারাতে পারেন বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছিল। ওয়াকিবহাল মহলের ধারণা, এমন ইঙ্গিত মিলতেই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। ইনস্টাগ্রামে অবসরের কথা ঘোষণা করেন রোহিত শর্মা।

Advertisement

রোহিত লেখেন, 'সবাইকে নমস্কার। সকলকে জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা বলের ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করা পরম সম্মানের। বছরের পর বছর ধরে সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওয়ানডেতে খেলব।' 

তবে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে কাকে দেখা যাবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। যাই ঘটুক না কেন, ভারতীয় ক্রিকেট বোর্ড নির্বাচকদের সিদ্ধান্তকে সমর্থন করবে জানা গিয়েছে। লাল বলের ক্রিকেটে রোহিতের সাম্প্রতিক ফর্ম আহামরি কিছু নয়। শেষ ১০ টেস্টে তাঁর সংগ্রহ ১৬৪ রান। পাঁচ ইনিংসে গড় ছিল মাত্র ৬.২০। ফর্ম এতটাই খারাপ যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এর আগে, গত বছরের শেষের দিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের তিনটি ম্যাচে তাঁর ব্যাটিং গড়ে ছিল মাত্র ১৫.১৬। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই ফের তাঁর হাতে নেতৃত্ব দেওয়া হবে কিনা, সেটা নিয়ে বোর্ডের অন্দরে বিস্তর দ্বিমত রয়েছে বলে মনে করছে ক্রিকেট মহল।

মনে করা হচ্ছে, কেবল ওডিআই পরিকল্পনায় থাকবেন ৩৮ বছরের রোহিত। বিসিসিআইয়ের একটি সূত্র মতে, "নির্বাচকদের চিন্তাভাবনা পরিষ্কার। তাঁরা ইংল্যান্ড সফরের জন্য একজন নতুন অধিনায়ক চান। রোহিত লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে উপযুক্ত নন। তাঁর ফর্মও ভালো নয়। এমন পরিস্থিতিতে পরবর্তী টেস্ট সার্কেলের জন্য নির্বাচকরা একজন তরুণ নেতা তৈরি করতে চান। নির্বাচক কমিটি বিসিসিআইকে জানিয়েছে, রোহিত দলকে নেতৃত্ব দেবেন না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement