সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনন্দের রাত, উৎসবের রাত, চ্যাম্পিয়নদের রাত। গোটা দেশ আজ উদ্বেল। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ফের টিম ইন্ডিয়ার মাথায়। দুবাই থেকে কলকাতা, উৎসবের কোথাও খামতি নেই। একদিকে যেমন ট্রফি জিতে ডান্ডিয়া নাচে মাতলেন রোহিত-বিরাট। অন্যদিকে ভারতীয় দলকে শুভেচ্ছায় ভাসালেন সৌরভ-শচীনরা।

গোটা টুর্নামেন্ট জুড়ে আধিপত্য। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল মেন ইন ব্লু। তাও সেটা একযুগ পর। ২০১৩ সালে যখন শেষবার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, তখন মাঠেই ভাংড়া নেচেছিলেন বিরাট কোহলি। সেই সঙ্গে ছিল গ্যাংনাম স্টাইলের নাচ। আর এবার দুবাই তথা ক্রিকেট বিশ্ব সাক্ষী থাকল ডান্ডিয়া নাচের। গুজরাটি ধরনের নাচে ট্রফিজয় সেলিব্রেট করলেন রোহিত-বিরাট। সেখানে হাতে রইল উইকেট।
রোহিতদের ট্রফিজয়ের আনন্দে মেতেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। ভারতীয় দলকে শুভেচ্ছা পাঠাচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা। শচীন তেণ্ডুলকর সোশাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ২০০২-এ যুগ্মভাবে এই টুর্নামেন্ট জিতেছিল ভারত ও শ্রীলঙ্কা। সেই দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'দারুণ পারফরম্যান্স। গত ২ বছর ধরে সব টুর্নামেন্টে আধিপত্য বজায় রেখেছ তোমরা। দলেও গভীরতা প্রচুর। সকলকে অভিনন্দন। রোহিত শর্মা, অসাধারণ অধিনায়ক।'
যুবরাজ সিং লিখেছেন, 'কী অসাধারণ ম্যাচ! কী অসাধারণ ফাইনাল। চ্যাম্পিয়ন্স ট্রফি আবার ঘরে আসছে। রোহিত শর্মা দুরন্ত নেতৃত্ব দিয়েছে। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। যখন সাদা বলের টুর্নামেন্ট আসে, তখনই যেন সোনার স্পর্শ নিয়ে উপস্থিত হয় ও।' সেই সঙ্গে দলের সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। আর গোটা দেশ জুড়ে উৎসবে যেন অকাল দিওয়ালির মেজাজ।