shono
Advertisement
SRH

লাগাতার হুমকি, ম্যাচের সময় বন্ধ গ্যালারি! 'ঘরছাড়া' হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ?

রাজীব গান্ধী স্টেডিয়ামই দীর্ঘদিন ধরে সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠ।
Published By: Anwesha AdhikaryPosted: 07:13 PM Mar 30, 2025Updated: 07:13 PM Mar 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ঘরছাড়া' হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ! একটি সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে নিজেদের হোম গ্রাউন্ড সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে ম্যানেজমেন্ট। লাগাতার হুমকি আর দুর্ব্যবহারের জেরেই সানরাইজার্স হায়দরাবাদ ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে সূত্রের খবর।

Advertisement

ঠিক কী সমস্যা হচ্ছে সানরাইজার্সের? জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে বিপুল পরিমাণ টিকিট দাবি করছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)। সেই দাবি এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সানরাইজার্সের একটি ম্যাচে মাঠের একাংশ বন্ধ করে রেখেছিল তারা। এই ঘটনাতেই ক্ষিপ্ত ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট। চিঠি দিয়ে তারা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছে, এমন আচরণ মোটেও বরদাস্ত করা হবে না। তেমন হলে রাজীব গান্ধী স্টেডিয়াম ছেড়ে চলে যাবে তারা।

সানরাইজার্স হায়দরাবাদের জেনারেল ম্যানেজার শ্রীনাথ টিবি চিঠি লিখেছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সি জে শ্রীনিবাস রাওকে। সেখানে তিনি জানান, "গত ১২ বছর ধরে আমরা এই মাঠে খেলছি। কিন্তু গতবছর থেকেই এইচসিএ নানাভাবে আমাদের সমস্যায় ফেলছে। প্রত্যেক বছর এফ১২এ বক্সের ৫০টি টিকিট এইচসিএকে আমরা দিয়ে থাকি। কিন্তু এবার এইচসিএ দাবি করছে, ওই বক্সে ৩০টি টিকিট দিয়ে বাকিগুলি অন্য বক্সে দিতে হবে।"

বিষয়টি নিয়ে দুপক্ষে আলোচনা হোক, এমনটাই চেয়েছিল ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেটা না করে এইচসিএ নাকি একটা গোটা বক্স বন্ধ করে দিয়েছে, এমনটাই অভিযোগ। এই ঘটনাতেই চটেছে ফ্র্যাঞ্চাইজি। তাদের মতে, যেহেতু স্টেডিয়ামের ভাড়া দেয় ফ্র্যাঞ্চাইজি এবং আইপিএলের সময়টুকু স্টেডিয়ামের দায়িত্ব তাদেরই, তাই ক্রিকেট সংস্থার অসহযোগিতা তারা মোটেও বরদাস্ত করবে না। বিসিসিআই এবং তেলেঙ্গানা সরকারকে সমস্ত বিষয়টি জানিয়ে রাজীব গান্ধী স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছে ফ্র্যাঞ্চাইজি। চলতি মরশুমে টানা দুই ম্যাচ হেরেছে হায়দরাবাদ। এবার কি ঘরের মাঠও ছাড়তে হবে প্যাট কামিন্সদের?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সানরাইজার্স হায়দরাবাদের জেনারেল ম্যানেজার শ্রীনাথ টিবি চিঠি লিখেছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সি জে শ্রীনিবাস রাওকে।
  • বিষয়টি নিয়ে দুপক্ষে আলোচনা হোক, এমনটাই চেয়েছিল ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেটা না করে এইচসিএ নাকি একটা গোটা বক্স বন্ধ করে দিয়েছে, এমনটাই অভিযোগ।
  • চলতি মরশুমে টানা দুই ম্যাচ হেরেছে হায়দরাবাদ। এবার কি ঘরের মাঠও ছাড়তে হবে প্যাট কামিন্সদের?
Advertisement