সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক পাকিস্তান হলেও ভারতীয় দল সেদেশে পা দেবে না। বিরাট কোহলিরা সব ম্যাচ খেলবেন দুবাইয়ে। তা সত্ত্বেও টুর্নামেন্ট শুরুর আগেই নাকি পাকভূমে পৌঁছে যেতে পারেন রোহিত শর্মা! কিন্তু ঠিক কী প্রয়োজনে পাকিস্তানে যেতে হতে পারে ভারত অধিনায়ককে?
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপের পর আবারও কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। কিন্তু সেখানেও ভারতের তরফে চাপানো হয়েছে একাধিক শর্ত। বিসিসিআইয়ের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, দুই দলের সম্পর্ক এবং দলের নিরাপত্তার কথা মাথায় রেখে পাকিস্তানে খেলতে যাবে না ভারত। কারণ সন্ত্রাস আর ক্রিকেট একই সঙ্গে চলতে পারে না। তবে পাক বোর্ডও দাবি করে, ভারতকে সে দেশে গিয়েই ম্যাচ খেলতে হবে। এ নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর আইসিসির সঙ্গে আলোচনা করে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় দুই বোর্ড। হাইব্রিড ফরম্যাটে সম্মতি দেয় পিসিবি। ঠিক হয়, টিম ইন্ডিয়া খেলবে দুবাইয়ে। বাকি সব ম্যাচ হবে পাকিস্তানে। এমনকী ওয়ার্ম-আপ ম্যাচও মরুদেশেই খেলবে ভারতীয় দল। তবে শোনা যাচ্ছে, টুর্নামেন্ট শুরুর আগেই বাবর আজমদের দেশে যেতে পারেন রোহিত।
আসলে যে কোনও আইসিসি টুর্নামেন্টের প্রাক্কালে সব দলের অধিনায়কদের নিয়ে একটি বিশেষ ফটোশুটের আয়োজন হয়ে থাকে। যেখানে তারকারা সেই টুর্নামেন্টের জার্সি গায়ে ক্যামেরার সামনে পোজ দেন। কখনও আবার ট্রফি নিয়েও হয় ফটোশুট। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন ক্যাপ্টেনরা। সাধারণত আয়োজক দেশেই এই ইভেন্ট হয়ে থাকে। আর সেই কারণেই হয়তো বাকি সাত দলের অধিনায়কের সঙ্গে যোগ দিতে পাকিস্তানে যেতে হতে পারে রোহিতকেও। তেমনটা হলে ক্রিকেট কেরিয়ারে প্রথমবার সে দেশে পা রাখবেন হিটম্যান। যদিও পাকিস্তানেই ফটোশুট হবে কি না, তা এখনও স্পষ্ট করা হয়নি।