সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এরপর দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন রোহিত শর্মা। তবে, অক্টোবরে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজের জন্য নিজেকে প্রস্তুতও রেখেছেন। সম্প্রতি বিসিসিআইয়ের ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। এসবের মধ্যেও অন্য একটি ঘটনায় ভাইরাল 'হিটম্যান'। গণেশ মন্দিরে যাওয়ার সময় তাঁর নামে স্লোগান দেওয়া বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।
কেন এমন অনুরোধ রোহিতের? সম্প্রতি, মুম্বইয়ের এক মন্দিরে ভগবান গণেশের আশীর্বাদ নিতে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক। সেখানে রোহিতকে দেখে রীতিমতো উদ্বেলিত হয়ে ওঠেন সমর্থকরা। তাঁরা একাধিকবার 'মুম্বই চা রাজা' (মুম্বইয়ের রাজা) বলে স্লোগান দিতে থাকেন। যা শুনে সঙ্গে সঙ্গে সেই স্লোগান বন্ধ করার অনুরোধ করেন রোহিত। দেবতার মন্দিরে দেব মাহাত্ম্যই আসল। আর সেটাকে মাথায় রেখেই সমর্থকদের অনুরোধ করেন তিনি।
মুহূর্তের মধ্যে সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। হিটম্যানের এহেন ভূমিকায় মুগ্ধ নেট নাগরিকরা। নেটিজেনদের রোহিতকে নিয়ে আরও একটা বিষয়ে কৌতূহল ছিল। কতটা মেদ ঝরিয়েছেন তিনি? ভাইরাল হওয়া ভিডিওয় রোহিতকে কিন্তু অনেকটাই রোগা দেখা গিয়েছে। হিটম্যানের 'এয়ারপোর্ট লুকে'র ছবি ইতিমধ্যেই ভাইরাল। ছিমছাম চেহারার রোহিতকে দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
অক্টোবরে রয়েছে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিতে স্ট্যামিনা ও স্ট্রেংথের উপর জোর দিয়েছেন তিনি। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে তাঁকে কালো পোশাকে দেখা গিয়েছিল। নেটিজেনরা বলছেন, ‘এয়ারপোর্ট লুকে’ হিটম্যানকে দেখে দারুণ লাগছে। ওজন কমানো দেখে তাঁরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রোহিতকে। ৯৫ কেজি থেকে ২০ কেজি ওজন কমিয়ে রোহিতের ওজন এখন ৭৫ কেজি। এর জন্য ভাত-ডাল, বড়া পাও, বাটার চিকেন, বিরিয়ানি সব কিছু ছেড়েছেন। কার্বোহাইড্রেট, ভাজা খাবার এবং ক্যালোরি সমৃদ্ধ খাবারের থেকে মুখও ফিরিয়েছেন তিনি।
