shono
Advertisement

Breaking News

Rohit Sharma

বিপদের মুখে ওয়ানডে কেরিয়ার? এবার ‘ব্রঙ্কো’ টেস্ট দিতেই হবে রোহিতকে

এই নতুন পরীক্ষা ঠিক কী রকম?
Published By: Prasenjit DuttaPosted: 01:37 PM Aug 28, 2025Updated: 02:38 PM Aug 28, 2025

স্টাফ রিপোর্টার: ভারতীয় কোচ হয়ে আসার পর গুরুত্বপূর্ণ সমস্ত সিরিজের আগে ইয়ো ইয়ো টেস্ট, ব্রঙ্কো টেস্টের মতো একাধিক ফিটেনস পরীক্ষার পদ্ধতি চালু করেছেন জাতীয় কোচ গৌতম গম্ভীর। এবার সেই ব্রঙ্কো টেস্টে ডাক পড়ল ওয়ানডে ক্রিকেটে ভারতের অধিনায়ক রোহিত শর্মার। প্রশ্ন উঠছে, তাহলে কি বিপদের মুখে ওয়ানডে কেরিয়ার? 

Advertisement

খবর যা, তাতে আগামী ৩০-৩১ আগস্ট একাধিক ফিটনেস পরীক্ষার আয়োজন করা হচ্ছে বেঙ্গালুরুর নতুন জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমিতে। যা এখন সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে পরিচিত। তবে একা রোহিত নন। কেএল রাহুলরাও আসছেন। আসলে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে সিরিজ রয়েছে। যে সিরিজ খেলতে যাবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। যাঁরা বর্তমানে একমাত্র ওয়ানডে ছাড়া আর কোনও ফর্ম‌্যাট খেলেন না। শোনা যাচ্ছে, সেই ফিটনেস পরীক্ষায় ‘ইয়ো ইয়ো’ টেস্ট থেকে শুরু করে ‘ডেক্সা স্ক‌্যান’, ‘ব্রঙ্কো টেস্ট’ সবই হবে। গত ইংল‌্যান্ড সিরিজের আগেও এ হেন পরীক্ষা হয়েছিল।

ভারতীয় দলের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রো’র সুপারিশেই শুরু হচ্ছে এই নতুন টেস্ট। মূলত রাগবি খেলায় এই টেস্ট বেশ জনপ্রিয়। খেলোয়াড়দের অ্যারোবিক ক্ষমতা পরীক্ষা করা এবং কার্ডিওভ্যাসকুলার প্রক্রিয়া বাড়াতে খুবই উপযোগী এই ব্রঙ্কো টেস্ট। একটানা ১২০০ মিটার দৌড়তে হবে এই টেস্টের আওতায়। মাত্র ৬ মিনিটের মধ্যে এই পুরো দৌড় সম্পন্ন করে ফেলতে হবে। সূত্রের খবর, বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রথমসারির ক্রিকেটার এই টেস্ট দিয়েছেন।

জুন মাস থেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন আদ্রিয়ান। তারপরেই ইংল্যান্ড সফরে গিয়ে একাধিক চোটসমস্যা দেখা দেয় ভারতীয় দলে। মূলত পেসাররাই কাহিল হয়ে পড়েন। ফলে প্রশ্ন ওঠে পেসারদের শক্তি বাড়ানো এবং ওয়ার্কলোড নিয়ে। কেবল জিম ভিত্তিক ট্রেনিং না করে এই ব্রঙ্কো টেস্টের মাধ্যমেও ক্রিকেটারদের ফিটনেস বাড়ানোর পরিকল্পনা করছে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট। বিশ্লেষকদের মতে, ইয়ো ইয়ো টেস্টের চেয়েও ব্রঙ্কো টেস্ট অনেক বেশি কঠিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় কোচ হয়ে আসার পর গুরুত্বপূর্ণ সমস্ত সিরিজের আগে ইয়ো ইয়ো টেস্ট, ব্রঙ্কো টেস্টের মতো একাধিক ফিটেনস পরীক্ষার পদ্ধতি চালু করেছেন জাতীয় কোচ গৌতম গম্ভীর।
  • এবার সেই ব্রঙ্কো টেস্টে ডাক পড়ল ওয়ানডে ক্রিকেটে ভারতের অধিনায়ক রোহিত শর্মার।
  • প্রশ্ন উঠছে, তাহলে কি বিপদের মুখে ওয়ানডে কেরিয়ার? 
Advertisement