সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টিতে শুভমান গিল মানেই যেন 'ফ্লপ শো'। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দিনের পর দিন ব্যর্থ হলেও নিয়মিত সুযোগ পাচ্ছেন। বাদ পড়েছেন ফর্মে থাকা সঞ্জু স্যামসন। আর এতে বেজায় চটেছেন প্রাক্তন ক্রিকেটার সুব্রহ্মণ্যম বদ্রীনাথ। তিনি সরাসরি টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, কীভাবে অভিষেক শর্মার ওপেনিং সঙ্গী হিসাবে সঞ্জু স্যামসনকে বসিয়ে ওপেন নামানো হচ্ছে গিলকে?
এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছিলেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। সেক্ষেত্রে একপ্রকার বাধ্য হয়েই নিচের সারিতে ব্যাট করতে নামতে হয় সঞ্জুকে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচে দল থেকে সটান বাদ দিয়ে দেওয়া হয় সঞ্জুকে। তাঁর জায়গায় উইকেটকিপিং করেন জিতেশ শর্মা। ওপেনিং নামেন শুভমান গিল। যদিও টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের নামের পাশে মাত্র ৪ এবং ০।
সম্প্রচারকারী চ্যানেলে তামিলে ধারাভাষ্য দেওয়ার সময় বদ্রীনাথ বলেন, "আমরা টি-টোয়েন্টি ক্রিকেটের কথা বলছি। এই ফরম্যাটে তো সঞ্জুর তিনটি সেঞ্চুরি রয়েছে। একজন খেলোয়াড় হিসাবে আপনি আর কী চান? ও এমন একজন খেলোয়াড়, যে এত ভালো পারফরম্যান্স সত্ত্বেও খেলানো হচ্ছে না। এটা দেখা সত্যিই কষ্টকর।"
সঞ্জুর বঞ্চনায় ব্যথিত প্রাক্তন ক্রিকেটারের সংযোজন, "দলের সহ-অধিনায়ক গিল। প্রথম একাদশে কেবল অধিনায়ক বা সহ-অধিনায়কই নিশ্চিত। হয়তো এই কারণেই সুযোগ পাচ্ছে ও। ওকে যখন সহ-অধিনায়ক করা হয়েছে, তখন ওকে তো রান পেতেই হবে। ওকে বুঝতে হবে ও সহ-অধিনায়ক কেন? মনে রাখতে হবে, ভারতে কিন্তু প্রতিভার কোনও অভাব নেই।"
ক্রমাগত ব্যর্থতার পর সোশাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে সহ-অধিনায়ককে। প্রশ্নের মুখে হেডকোচ গৌতম গম্ভীরের রণনীতিও। এক নেটিজেনের কথায়, ‘ওয়ানডেতে ওপেনার হিসাবে ঈশান কিষাণের কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছে। দলে ওপেনার হিসাবে রয়েছেন যশস্বী কিংবা সঞ্জুর মতো খেলোয়াড়। ওদেরও বোধহয় কেরিয়ার শেষ হয়ে যাবে!’
উল্লেখ্য, ২০২৪ সাল থেকে ওপেনার হিসাবে দেখা গিয়েছে সঞ্জু স্যামসনকে। ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৯৫ রান করেছেন তিনি। তবে, মাত্র ১২ ইনিংসে তিনটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি। স্ট্রাইক রেট ১৪৭.৪০। অন্যদিকে, শেষ পাঁচটি টি-টোয়েন্টিতে তাঁর রান যথাক্রমে ০, ৪, ২৯*, ৪৬, ১৫, ৫। তাছাড়া চলতি বছর ১৩টি টি-টোয়েন্টি খেললেও কোনও হাফসেঞ্চুরিও পর্যন্ত করতে পারেননি। ১৪ ডিসেম্বর, রবিবার রয়েছে তৃতীয় টি-টোয়েন্টি। এখন দেখার, রান করে বদ্রীনাথের সমালোচনার জবাব দিতে পারেন কি না গিল।
