shono
Advertisement
RPSG group

ইংল্যান্ডের টি-২০ লিগেও গোয়েঙ্কার দল, ম্যাঞ্চেস্টার অরিজিনালসের 'মালিক' আরপিএসজি গ্রুপ

আইপিএল, দক্ষিণ আফ্রিকার লিগেও দল রয়েছে গোয়েঙ্কার।
Published By: Anwesha AdhikaryPosted: 09:30 AM Feb 04, 2025Updated: 09:30 AM Feb 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের 'দ্য হান্ড্রেড'-এর ফ্র্যাঞ্চাইজি ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানায় অংশীদারিত্ব পেয়ে গেল সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে পার্টনারশিপে এবার 'দ্য হান্ড্রেড'-ও টিম চালাবে তারা। সোমবার বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে গ্রুপের তরফে।

Advertisement

আইপিএলে এমনিতেই আরপিএসজি গ্রুপের দল রয়েছে। লখনউ সুপার জায়ান্টস। এবার ইংল্যান্ডের জনপ্রিয় টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'-এও ঢুকে পড়ল তারা। খবর যা, তাতে ফ্র্যাঞ্চাইজির ৪৯ শতাংশ মালিকানা থাকছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের হাতে। বিপুল শেয়ার কিনতে ১২৫১ কোটি টাকা খরচ করেছে গোয়েঙ্কা গ্রুপ, এমনটাই অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, আইপিএলের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার লিগেও দল রয়েছে আরপিএসজি গ্রুপের। সেই দলের নাম ডারবান সুপার জায়ান্টস।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই আইপিএলে নজর ছিল ল্যাঙ্কাশায়ারের। তাদের ধার-বাকি মেটাতে পার্টনার খুঁজছিল। ভারতে পরিচিতি পেতে তারা শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, ভেঙ্কটেশ আইয়ারের মতো ক্রিকেটারকেও সই করায়। ভারতে এসে খেলেও গিয়েছে ল্যাঙ্কাশায়ারের কাউন্টি দল। অন্যদিকে, আরপিএসজি গ্রুপও চাইছিল 'দ্য হান্ড্রেড'-এর কোনও ফ্র্যাঞ্চাইজির অংশীদারিত্ব পেতে। খবর অনুযায়ী, ১১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ৪৯ শতাংশ অংশীদারিত্ব কিনে নিয়েছে আরপিএসজি গ্রুপ। আপাতত আগামী আট সপ্তাহ ল্যাঙ্কাশায়ারের সঙ্গে গোয়েঙ্কা গ্রুপের আলোচনা হবে চুক্তির নানা বিষয় নিয়ে। প্রসঙ্গত, জস বাটলার, ফিল সল্টের মতো তারকারা ম্যাঞ্চেস্টার অরিজিনালসের দলে রয়েছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলে এমনিতেই আরপিএসজি গ্রুপের দল রয়েছে। লখনউ সুপার জায়ান্টস।
  • দীর্ঘদিন ধরেই আইপিএলে নজর ছিল ল্যাঙ্কাশায়ারের। তাদের ধার-বাকি মেটাতে পার্টনার খুঁজছিল।
  • ১১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ৪৯ শতাংশ অংশীদারিত্ব কিনে নিয়েছে আরপিএসজি গ্রুপ।
Advertisement