সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নিয়ম বদলাতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এ ব্যাপারে ঘোষণা করা হয়েছে। যদিও কিছু সংশোধিত আইন ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। জানা গিয়েছে, সাদা বলের ফরম্যাটে এই সব নিয়ম চালু হতে চলেছে ২ জুলাই থেকে।
কোন কোন নতুন নিয়ম আসতে চলেছে?
টেস্ট ক্রিকেটে স্টপ ক্লক: টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে স্টপ ক্লক নিয়ম বাস্তবায়নের এক বছর পর টেস্টেও এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। টেস্টে স্লো ওভার রেট একটি বড় সমস্যা। নতুন নিয়ম অনুসারে, ফিল্ডিং দলকে পূর্ববর্তী ওভার শেষ হওয়ার এক মিনিটের মধ্যে পরবর্তী ওভার শুরু করতে হবে। যদি তারা তা না করে, আম্পায়াররা দলের অধিনায়ককে দু'বার সতর্ক করবেন। এরপরেও যদি একই ভুল হয়, তাহলে ৫ রান পেনাল্টি দেওয়া হবে ব্যাটিং দলকে। ৮০ ওভারের পরে আবার রিসেট করা হবে স্টপ ক্লক। এই নিয়মটি শুধুমাত্র ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রযোজ্য।
অবৈধ শর্ট রানের ক্ষেত্রে বড় পেনাল্টি: অবৈধ শর্ট রানের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নতুন নিয়ম অনুসারে, যদি ব্যাটার ইচ্ছাকৃতভাবে ক্রিজে ব্যাট না ছুঁইয়ে দ্বিতীয় রানের জন্য ছুটে যান, তাহলে ব্যাটিং টিমের ৫ রান কেটে নেওয়া হবে।
লালার ব্যবহারে বল পরিবর্তন বাধ্যতামূলক নয়: আইসিসি বলের উপর লালা প্রয়োগ নিষিদ্ধ করেছে। কিন্তু বড় পরিবর্তন হল, যদি আম্পায়ার বুঝতে পারেন বলে লালা ব্যবহার করা হয়েছে, তাহলে সেই সময়েই পরিবর্তন করা হবে না বল। নিয়মটি আনা হচ্ছে, যাতে দলগুলি ইচ্ছাকৃতভাবে বল পরিবর্তনের জন্য লালা ব্যবহার না করে। আম্পায়ার কেবল তখনই বল পরিবর্তন করবেন, যখন বলটির আকারের কোনও বড় পরিবর্তন হবে। উদাহরণ হিসেবে বলা যায়, বলটি বেশি ভেজা বা অতিরিক্ত চকচকে। একমাত্র সেক্ষেত্রেই আম্পায়ার বল পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবেন।
আউটের সিদ্ধান্তের পর ডিআরএস প্রোটোকলে পরিবর্তন: ধরুন, কোনও ব্যাটারকে কট বিহাইন্ড দেওয়া হল। তাতে তিনি সন্তুষ্ট না হয়ে ডিআরএস নিলেন। আল্ট্রা এজে দেখা গেল বল ব্যাটে নয়, পায়ে লেগেছে। তখন টিভি আম্পায়ার খতিয়ে দেখবেন, ব্যাটার অন্য কোনওভাবে আউট হয়েছেন কি না। অর্থাৎ, বল যদি প্যাডে লাগে তখন দেখা হবে তা উইকেটে লাগছিল কিনা। এক্ষেত্রে ব্যাটারকে লেগবিফোর দেওয়া হতে পারে।
সম্মিলিত রিভিউয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত: ধরুন, এক ব্যাটারের পায়ে বল লাগল। বোলার আম্পায়ারের কাছে আপিল করেছেন এলবিডব্লিউর। আম্পায়ার পত্রপাঠ বোলারের সেই আবেদনে সাড়া দিলেন না। বোলার তৎক্ষণাৎ ডিআরএস নিলেন। আর ঘটনাচক্রে লেগবাই ভেবে দৌড়তে নিতে গিয়ে রানআউট হয়ে গেলেন। আগে টিভি আম্পায়ার দেখতেন মাঠের আম্পায়ার কোন সিদ্ধান্ত নিয়েছেন, সেটা। নতুন নিয়ম কী বলছে? নতুন নিয়মে, দেখা হবে আগে কোন আউটের আপিল করা হয়েছে সেটা। সেক্ষেত্রে যদি ব্যাটার প্রথম ঘটনায় আউট হন, তাহলে দ্বিতীয় রিভিউ পরীক্ষা করা হবে না।
ক্যাচের ক্ষেত্রেও বড় নিয়ম পরিবর্তন: কোনও ফিল্ডার যদি ভুয়ো ক্যাচকে ক্যাচ বলে দাবি করে, তাহলে পরে ধরা পড়লে ফিল্ডিং টিমকে ওই বলটি নো বল দেওয়া হবে। ক্যাচ যদি পরিষ্কার না হয়, তাহলে নো বলের পাশাপাশি সেই বলে ব্যাটাররা দৌড়ে কোনও রান নিলে সেটাও যোগ হবে।
