shono
Advertisement

Breaking News

Akash Deep and Sachin Tendulkar

আকাশ দীপের ইনসুইঙ্গারে জব্দ রুট, সিরিজের সেরা বল বললেন শচীন

অসাধারণ ক্যাচের জন্য মহম্মদ সিরাজকে 'জন্টি' বললেন মাস্টার ব্লাস্টার।
Published By: Arpan DasPosted: 09:11 PM Jul 07, 2025Updated: 09:11 PM Jul 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবে মাত্র সিরিজের দুটি ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচে হেরেও কামব্যাক করেছে টিম ইন্ডিয়া। যার নেপথ্যে বাংলার আকাশ দীপের দুরন্ত বোলিং। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তিনি তুলে নিয়েছিলেন ৬টি উইকেট। তার আগে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। যার মধ্যে থেকে শচীন বেছে নিলেন সিরিজের সেরা উইকেটটি।

Advertisement

দ্বিতীয় ইনিংসে আকাশ দীপের বলে মাত্র ৬ রানে আউট হন জো রুট। ওই সময় ইংরেজ ব্যাটারকে আউট করা ভারতের জয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আকাশ দীপের অনবদ্য এক ইনসুইংয়ে ছিটকে যায় রুটের উইকেট। শচীনের মতে সেটাই সিরিজের সেরা বল। কিংবদন্তি ক্রিকেটার লিখেছেন, 'আমাকে সবচেয়ে আনন্দ দিয়েছে যে, বোলাররা কীভাবে লেংথ মেনে বল করল। আকাশ দীপ যে অসাধারণ বোলার, সেটা আর বলার দরকার নেই। আমার মতে, রুটকে ওর আউট করার বলটা সিরিজের সেরা বল।' এর সঙ্গে রবীন্দ্র জাদেজার বলে মহম্মদ সিরাজ জস টংয়ের যে ক্যাচটা নিয়েছেন, সেটার প্রশংসা করে শচীন লিখেছেন, 'মহম্মদ জন্টি সিরাজের ক্যাচটা দেখেও খুব আনন্দ পেয়েছি।'

তবে আকাশ দীপের ওই ক্যাচটা নিয়ে বিতর্কও হয়েছে। এই আউটের পর শুরু হয় ‘নো বল বিতর্ক’। অনেকের বক্তব্য, আকাশ দীপের পিছনের পা প্রায় ২ ইঞ্চির মতো ক্রিজের বাইরে ছিল। অর্থাৎ আকাশের সামনের পা পপিং ক্রিজের ভিতর থাকলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ হল, পিছনের পা রিটার্ন ক্রিজ স্পর্শ করেছে। যদিও ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করছেন এহেন বিতর্ক নিরর্থক। তিনি বলেন, “আকাশের পিছনের পা তো রিটার্ন ক্রিজের মধ্যেই ছিল। এ নিয়ে কোনও বিতর্ক নেই। তাই রুটকে ও যে বলে বোল্ড করেছে, তা সম্পূর্ণ বৈধ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সবে মাত্র সিরিজের দুটি ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচে হেরেও কামব্যাক করেছে টিম ইন্ডিয়া।
  • যার নেপথ্যে বাংলার আকাশ দীপের দুরন্ত বোলিং।
  • এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তিনি তুলে নিয়েছিলেন ৬টি উইকেট।
Advertisement