shono
Advertisement
Rohit Sharma

'গিলকে সরিয়ে অধিনায়ক করো রোহিতকে', নির্বাচকদের বার্তা প্রাক্তন ক্রিকেটারের

আদৌ কি ওয়ানডেতে ভারতের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি গিল? এই প্রশ্নকেই আরও উসকে দিলেন মনোজ তিওয়ারি। বাংলার ক্রিকেটারের মতে, গিলকে সরিয়ে ফের রোহিতকে অধিনায়ক করা হোক।
Published By: Prasenjit DuttaPosted: 09:56 PM Jan 23, 2026Updated: 09:56 PM Jan 23, 2026

প্রথমবার ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। তার উপর ওয়ানডেতে অধিনায়ক শুভমান গিল এখনও সিরিজ জিততে পারেননি। তার ফর্মের অবস্থাও তথৈবচ। প্রশ্ন উঠছে, আদৌ কি ওয়ানডেতে ভারতের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি তিনি? এই প্রশ্নকেই আরও উসকে দিলেন মনোজ তিওয়ারি। বাংলার ক্রিকেটারের মতে, গিলকে সরিয়ে ফের রোহিতকে অধিনায়ক করা হোক।

Advertisement

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, "আমি অবশ্যই শুভমানকে সরিয়ে রোহিতের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার কথা বলব। ওয়ানডে বিশ্বকাপ এখনও দেরি আছে। মনে রাখতে হবে, সেটা কোনও দ্বিপাক্ষিক সিরিজ বা কোনও প্রতিযোগিতাও নয়। কী দরকার ছিল রোহিতকে সরানোর? ওর অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। দলও ঠিক পথে যাচ্ছিল। রোহিতের অভিজ্ঞতার ধারেকাছে নেই গিল।"

তিনি আরও বলেন, "গিলের চেয়ে অনেক গুণ এগিয়ে রোহিত। তবে একথা বলছি না যে, শুভমানের নেতৃত্বে বিশ্বকাপ জিতবে না ভারত। তবে রোহিত থাকলে জয়ের সম্ভাবনা বেড়ে ৮৫-৯০ শতাংশ হয়ে যায়।" তাছাড়াও অধিনায়ক গিলের নানান সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, বোলারদের ঠিক মতো ব্যবহার করতে হবে গিলকে। দরকার আঁটসাঁট ফিল্ডিং সাজানোও। এসব ক্ষেত্রে অনেক পিছিয়ে গিল।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গিলের রান যথাক্রমে ৫৬, ৫৬ এবং ২৩। প্রশ্ন উঠবেই, আদৌ কি ওয়ানডেতে ভারতের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি তিনি? কারণ, এর আগে রোহিত-কোহলি-ধোনিরা সামনে থাকে নেতৃত্ব দিতেন। ফিল্ডিংয়ের সময় উদ্বুদ্ধ করতেন। সঙ্গে রান করতেন। গিল দু’টোর কোনওটাই করছেন না। সেই গিল এখন রনজি খেলতে নেমেও ব্যর্থ। সৌরাষ্ট্রর বিরুদ্ধে প্রথম ইনিংসে রান শূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে পাঞ্জাব অধিনায়ক করলেন মাত্র ১৪। এখন দেখার তাঁর ভবিষ্যৎ কোন দিকে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement