আরও একটা সম্পর্ক ভাঙল যুজবেন্দ্র চাহালের? ধনশ্রী বর্মার সঙ্গে ভারতীয় ক্রিকেটারের বিবাহ বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। সেই সময় থেকে তাঁর নাম জড়ায় আরজে মাহভাশের সঙ্গে। যা ক্রমে মাখোমাখো সম্পর্কে পরিণত হয়। তবে দু'জনের কেউই 'প্রেম' স্বীকার করেননি। কিন্তু 'প্রেম ভাঙা' বেশ সজোরেই ঘোষণা করে দিচ্ছেন। ইনস্টাগ্রামে একে-অপরকে 'আনফলো' করার পর গীতার বাণীতে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন চাহাল।
সময়টা ভালো যাচ্ছে না যুজবেন্দ্র চাহালের। কেরিয়ারের ঘোর দুঃসময়। শেষ ৩ বছর জাতীয় দলের জার্সিতে ডাক পাননি। ঘরোয়া ক্রিকেটেও আর নিয়মিত খেলেন না। তাঁর ব্যক্তিগত জীবনও দীর্ঘদিন ধরে চর্চায়। যে আরজে মাহভাশ বিপদকালে পাশে ছিলেন, তাঁর সঙ্গেও সম্পর্ক ভাঙার পথে। সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তাও দিচ্ছেন চাহাল। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে লেখা, 'কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সবাইকে সব কিছু ব্যাখ্যা করতে যেও না। কখনও কখনও চুপ থাকাই ভালো। আর বাকিদের ভাবতে দাও যে তুমিই ভুল।'
বার্তাটি কি মাহভাশের উদ্দেশে? দীর্ঘদিন ধরেই ইনস্টাগ্রামে একে অন্যকে ‘ফলো’ করতেন। কিন্তু এখন আর সেটা করেন না। মাহভাশ এবং চাহাল নাকি একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন। সদ্য নেটপ্রভাবী বারিন্দর চাওলা বিষয়টি প্রকাশ্যে এনেছেন। তারপরই সোশাল মিডিয়ায় গুঞ্জন, তাহলে কি মাহভাশও চাহালের সঙ্গ ছাড়লেন। ইদানিং দু’জনকে একসঙ্গে দেখাও যায় না। ফলে জল্পনা আরও বাড়ছে।
চাহাল অবশ্য মাহভাশকে তাঁর 'ভালো বন্ধু' বলতেন। এর বেশি কিছু নয়! তাহলে এখন তিনি কী 'ব্যাখ্যা' করতেন চাইছেন না? দু'জনের মধ্যে কি কোনও কারণে মনোমালিন্য হয়েছে? কেউই ভেঙে বলছেন না। তবে চাহাল যেভাবে ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের সময়ই মাহভাশের সঙ্গে মেলামেশা শুরু করেন, তা অনেকেই ভালো চোখে নেননি। আর বছর ঘুরতে না ঘুরতে আরও একই 'সম্পর্ক' ভাঙল চাহালের?
