সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলকে টেক্কা দিতে ভারত থেকে প্রায় সাড়ে তিন হাজার কিমি দূরে তৈরি হচ্ছে নতুন গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগের পরিকল্পনা। ক্রিকেটের বাজার ধরতে বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শুরু করতে চলেছে সৌদি আরব। এই উদ্যোগ যে আইপিএলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। এই লিগ চালু করতে সৌদি আরব ৫০ কোটি ডলার (৪৩৪৭ কোটি টাকা) খরচ করবে। পাশাপাশি, মহিলা লিগও শুরু করা হবে। সূত্রের খবর, কিছু অজি ক্রিকেট বিশেষজ্ঞ এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন সৌদি আরবকে প্রস্তাবিত মাল্টি টি-টোয়েন্টি লিগ পরিকল্পনায় মদত জোগাচ্ছে।

এই লিগ শুরু করার জন্য সৌদি আরব সরকার তাদের ক্রীড়া খাতের তহবিল থেকে খরচ করবে। কিছু বহুজাতিক সংস্থা এতে টাকা ঢালবে বলে খবর। ২০২০ সালের পর থেকে সৌদি আরব ফুটবল, টেনিস, গলফ এবং ফর্মুলা ওয়ান রেসে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। শুধু তাই নয়, সৌদি আরব ফিফা বিশ্বকাপ আয়োজনের দিকেও লক্ষ্য রাখছে। এবার তাদের নজর ক্রিকেটে।
এই টি-টোয়েন্টি লিগের ফরম্যাট হবে গ্র্যান্ড স্ল্যাম টেনিসের মতো। লিগে শুরুতে মোট আটটি দল থাকবে। দলগুলো সারাবছর ধরে বিভিন্ন দেশে খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে সৌদি আরবে।
ক্রিকেটের জনপ্রিয়তার কথা ভালোই জানে এশিয়ার সবচেয়ে বড় আরব দেশটি। সেকারণেই এই লিগ করার কথা ভাবছে তারা। আইপিএলের ব্র্যান্ড মূল্য বর্তমানে ১.২ বিলিয়ন ডলার। যা আইপিএলের থেকে অনেক গুণ বেশি। আইপিএলে সৌদি আরব লিগের কী প্রভাব পড়বে? ভারতীয় খেলোয়াড়রাও কি এতে অংশগ্রহণ করবে? একবার দেখে নেওয়া যাক এই বিষয়গুলি-
১. আইপিএলের উপর কি এর প্রভাব পড়বে?
সৌদি আরব অন্যান্য দেশের ক্রিকেটারদের মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখাতে পারে। সৌদির ওই লিগ যদি আইপিএলের সঙ্গে একই সময়ে আয়োজিত হয় তাহলে অনেক ক্রিকেটারই আইপিএল খেলার ব্যাপারে অনীহা প্রকাশ করতে পারেন। এমনটা হলে আইপিএলের উত্তেজনা ম্লান হয়ে যেতে পারে। যদিও সেই সম্ভাবনা কম।
২. ভারতীয় ক্রিকেটাররা কি খেলবেন?
ভারতীয় দল বা ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের অন্যান্য লিগে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে বিসিসিআই। শুধুমাত্র প্রাক্তন ক্রিকেটাররা বিদেশি লিগে খেলতে পারবেন।
৩. ভারতীয় ক্রিকেটাররা না খেললে কী হবে?
বর্তমান ভারতীয় ক্রিকেটাররা বাইরের কোনও লিগে খেলেন না। এই কারণে, সৌদি আরব বিপুল অর্থ প্রদানের মাধ্যমে অন্যান্য দেশের ক্রিকেটারদের প্রলুব্ধ করার চেষ্টা করবে। তবে ভারতীয় ক্রিকেটাররা না খেললে এই বিপুল ব্যয়ের পরও সৌদির লিগ কতটা জনপ্রিয় হবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
৪. আইসিসির অনুমোদন কি প্রয়োজন হবে?
বিশ্বের যেকোনও ক্রিকেট লিগ শুরু করতে হলে আইসিসির অনুমোদন নিতে হয়। আইসিসি পুরো পরিকল্পনা দেখার পরই অনুমোদন দেয়।