shono
Advertisement
Shubhman Gill

প্র্যাকটিসে অনুপস্থিত অসুস্থ গিল, নিউজিল্যান্ড ম্যাচে হয়তো বিশ্রামে শামি

পাকিস্তান ম্যাচে বল করার সময়ে ব্যথা অনুভব করেছিলেন শামি।
Published By: Anwesha AdhikaryPosted: 10:27 AM Feb 27, 2025Updated: 10:27 AM Feb 27, 2025

আলাপন সাহা, দুবাই: মাস দেড়েকের সময় একটা টিমকে কতটা বদলে দিতে পারে, সেটা রোহিত শর্মাদের দেখলেই বোঝা যাবে। অস্ট্রেলিয়া সফরে কুৎসিত হারের পর তুলকালাম চলছিল ভারতীয় ক্রিকেটমহলে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেওয়া হচ্ছিল। অস্ট্রেলিয়া সিরিজের পর অনেকেই এই টিমটাকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তেমন আশা দেখছিলেন না। সেই টিমটাই এখন টুর্নামেন্টের সুপার ফেভারিট হয়ে গিয়েছে। প্রথমে ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানো। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আর পাকিস্তানকে হারানোর পর টিমটার আবহ বদলে গিয়েছে পুরোপুরি।

Advertisement

কোথায় সেই চাপ? কোথায় সেই দমবন্ধ করা আবহ? বরং ভারতীয় টিমের অন্দরমহলের ছবিটা এখন ঠিক দুবাইয়ের আবহাওয়ার মতোই। একেবারে ঝকঝকে। একেবারে মনোরম। বুধবার প্র্যাকটিসে রোহিত-বিরাট-হার্দিকদের যেরকম খোশমেজাজে পাওয়া গেল, বোঝাই যাচ্ছিল ভারতীয় টিম এখন সুখের সংসার। টিম বাস থেকে নেমে হার্দিক পণ্ডিয়া, ঋষভ পন্থরা সমর্থকদের অটোগ্রাফ দিলেন। বেশ কিছু ছাত্র-ছাত্রী এসেছিলেন। হার্দিক এসে তাঁদের সঙ্গে ছবিও তুললেন।

পাকিস্তান ম্যাচের পর দু'দিন ছুটি দেওয়া হয়েছিল টিমকে। ছুটি কাটিয়ে বুধবার পুরোদমে অনুশীলন করলেন ভারতীয় ক্রিকেটাররা। ঋষভ পন্থ সংক্রামক জ্বরে আক্রান্ত হওয়ার জন্য পাকিস্তান ম্যাচের আগের দিন প্র্যাকটিসে আসেননি। এদিন পন্থ এলেন। শুভমান গিল আসেননি। খবর নিয়ে জানা গেল, শুভমান অসুস্থ। তাই তিনি অনুশীলনে আসেননি। স্বাভাবিকভাবে নিউজিল্যান্ড ম্যাচের আগে সেটা চিন্তার কারণ হতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। শোনা গেল, আগামী দু'দিন দেখা হবে। যদি শুভমান পুরোপুরি সুস্থ না হন, তাহলে তাঁকে খেলানো হবে না। বৃহস্পতিবার ভারতীয় দলের কোনও ট্রেনিং সেশন নেই। রোহিতরা শুক্রবার নিউজিল্যান্ড ম্যাচের শেষ প্রস্তুতি সারবেন।

ভারতীয় দল এদিন দু'দফায় প্র্যাকটিসে আসে। ট্র্যাভেল ভ্যানে কয়েকজন সাপোর্ট স্টাফের সঙ্গে বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং আর ওয়াশিংটন সুন্দর। আধঘণ্টা পর টিম বাস এল। আইসিসি অ্যাকাডেমির প্র্যাকটিস মাঠগুলো অনেকটা কাউন্টির ক্রিকেটের মাঠের মতো। বাউন্ডারি ছোট সাদা কাঠের ফেন্সিং দিয়ে ঘেরা। চারদিকে গাছ। তারই একপাশে বেশ কিছু ভারতীয় সমর্থক দাঁড়িয়ে। টিমের প্র্যাকটিস দেখতে এসেছিলেন। সেখান থেকেই মাঝে মধ্যে 'বিরাট... রোহিত' শব্দব্রহ্ম উড়ে আসছিল।

মহম্মদ শামিকে দেখা গেল নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে বেশ কিছু কথা বলছেন। যা শোনা যাচ্ছে, তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খুব সম্ভবত শামিকে বিশ্রাম দেওয়া হতে পারে। নিউজিল্যান্ডের ম্যাচের পর খুব বেশি সময় থাকবে না। মাত্র চব্বিশ ঘণ্টার ব্যবধানেই আবার শেষ চারের যুদ্ধে নামতে হবে। তা ছাড়া সদ্য চোট সারিয়ে ফিরেছেন শামি। পাকিস্তান ম্যাচে তিন ওভার বোলিংয়ের পর ড্রেসিংরুমে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য। এই অবস্থায় মনে হয় না নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে শামিকে খেলিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। বরং পরের ম্যাচে বিশ্রাম দিয়ে সেমিফাইনালে আরও তরতাজা শামিকে নামানোর ভাবনা রয়েছে গৌতম গম্ভীরদের। সেক্ষেত্রে হর্ষিত রানার সঙ্গে অর্শদীপকে খেলানো হতে পারে। পাকিস্তান ম্যাচে হ্যামস্ট্রিংয়ে সামান্য সমস্যা হয়েছিল রোহিতেরও। তবে ভারতীয় অধিনায়ক পুরোপুরি ফিট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলিয়া সিরিজের পর অনেকেই এই টিমটাকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তেমন আশা দেখছিলেন না। সেই টিমটাই এখন টুর্নামেন্টের সুপার ফেভারিট হয়ে গিয়েছে।
  • পাকিস্তান ম্যাচের পর দু'দিন ছুটি দেওয়া হয়েছিল টিমকে। ছুটি কাটিয়ে বুধবার পুরোদমে অনুশীলন করলেন ভারতীয় ক্রিকেটাররা।
  • তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খুব সম্ভবত শামিকে বিশ্রাম দেওয়া হতে পারে। নিউজিল্যান্ডের ম্যাচের পর খুব বেশি সময় থাকবে না।
Advertisement