shono
Advertisement
Shubman Gill

তাড়া করছে ইন্দোরে দূষিত জলের আতঙ্ক! তৃতীয় ওয়ানডের আগে ৩ লক্ষের বিশেষ যন্ত্রই ভরসা গিলের

সম্প্রতি ভারতের পরিচ্ছন্নতম শহর ইন্দোরে নলবাহিত জল পান করে দশ জন মারা যান বলে জানা যায়। অন্যদিকে পেট খারাপের জন্য বিজয় হাজারের ম্যাচে নামতে পারেননি গিলও।
Published By: Arpan DasPosted: 01:38 PM Jan 17, 2026Updated: 01:38 PM Jan 17, 2026

গত বছরের শেষে পুরসভার দূষিত পানীয় জল খেয়ে দশ জনের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ওঠে ইন্দোরে। যে শহরে রবিবার ওয়ানডে সিরিজে নির্ণায়ক ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। অন্যদিকে অধিনায়ক শুভমান গিলও সম্প্রতি পেটের সমস্যায় ভুগেছেন। এখন আর কোনও ঝুঁকিই নিতে চান না ভারতের ওয়ানডে অধিনায়ক। তাই ৩ লক্ষ টাকার বিশেষ ওয়াটার পিউরিফায়ার নিয়ে ঘুরছেন।

Advertisement

সম্প্রতি ভারতের পরিচ্ছন্নতম শহর ইন্দোরে নলবাহিত জল পান করে দশ জন মারা যান বলে জানা যায়। হাসপাতালে ভর্তি হন প্রায় দুই হাজার মানুষ। নলবাহিত জলে দীর্ঘদিন ধরেই দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। জলের স্বাদও ছিল কটু। কিন্তু অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এলাকার মূল জল সরবরাহের পাইপলাইনে একটি লিকেজ থেকেই পানীয় জলে বিষক্রিয়া হয় বলে অনুমান। এই নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গী।

এবার সেই শহরেই ভারতের ম্যাচ। এর আগে বিজয় হাজারেতে সিকিমের বিরুদ্ধে নামার দিনই পেট খারাপের কারণে অস্বস্তি বোধ করেন। সেই কারণে মেডিক্যাল টিম তাঁকে বিশ্রামের পরামর্শ দেয়। সেই কারণে ইন্দোরে আর ঝুঁকি নেননি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, ৩ লক্ষ টাকার ওয়াটার পিউরিফায়ার নিয়ে ঘুরছেন গিল। RO প্রযুক্তি দ্বারা পরিশুদ্ধ জলও এই যন্ত্রে ফের শুদ্ধ করার ব্যবস্থা রয়েছে। জানা গিয়েছে, হোটেলে নিজের ঘরে সেই যন্ত্র বসিয়েছেন। তবে এই নিয়ে ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার স্পষ্ট করে জানাননি।

ওয়ানডে সিরিজের ফলাফল এখন ১-১। ফলে ইন্দোরের ম্যাচই নির্ণায়ক। সময়টা অদ্ভুত যাচ্ছে শুভমান গিলের। টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। আবার চোট-আঘাতের সমস্যাও আছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন। তারপর বিজয় হাজারে নামতে চাইলেও বাঁধ সাধে পেট খারাপ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক করেছেন। তবে এখনও সেভাবে ছন্দে ফেরেননি। আর সেই পথে যেন শরীর বাধা না দেয়, তাই সদাসতর্ক ভারত অধিনায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement