shono
Advertisement
Manchester United

ফের হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের, 'ভীষ্মের প্রতিজ্ঞা'য় ৪৫০ দিন ধরে চুল কাটতে পারছেন না ভক্ত

রেড ডেভিলসদের জন্য আরও বিপদ বাড়াল ব্রুনো ফার্নান্দেজের চোট।
Published By: Arpan DasPosted: 02:38 PM Dec 22, 2025Updated: 03:06 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দল জিতলে আনন্দে উদ্বেল, হারলে মনখারাপ! এই নিয়েই চলতে হয় ক্রীড়াভক্তদের। আবার দল জেতার জন্য কতরকম প্রার্থনা, কতরকম প্রতিজ্ঞা করেন। এই যেমন ফ্র্যাঙ্ক ইলেট। খুব পরিচিত নাম হয়তো নয়। তবে ছবি দেখলে ফুটবলভক্তদের অনেকে চিনতে পারবেন। কেন? কারণ মাথাভর্তি চুল। ইংল্যান্ডের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই ভক্ত বিখ্যাত হয়েছেন তাঁর পাহাড়প্রমাণ চুলের জন্য। যেটা তিনি কাটেননি প্রায় ৫০০ দিন।

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগে সম্প্রতি আবার হেরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাতে যেন যন্ত্রণা আরও বাড়ল ফ্র্যাঙ্কের। গোটা মরশুমজুড়ে উত্থানপতন লেগেই আছে রেড ডেভিলদের। প্রিমিয়ার লিগে আগের ম্যাচে বোর্নমাউথের সঙ্গে ৪-৪ ব্যবধানে ড্র করেছিল রুবেন আমোরিমের দল। এবার অ্যাস্টন ভিলার কাছে হারল ১-২ গোলে। ভিলার হয়ে জোড়া গোল করেন মর্গান রজার্স। ইউনাইটেডের হয়ে ব্যবধান কমান ম্যাথিউজ কুনহা। আবার চোটের জন্য ছিটকে গেলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।

এই দুরবস্থায় প্রতীক্ষা বাড়ল ফ্র্যাঙ্কের। অক্সফোর্ডের বাসিন্দা বর্তমানে স্পেনে থাকেন। প্রায় পাঁচশো দিন আগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যদি টানা পাঁচটি ম্যাচ জিততে পারে, তবেই চুল কাটবেন। ভীষ্মের মতো সেই প্রতিজ্ঞা নিয়ে তিনি আপাতত ৪৪২ দিন কাটিয়ে দিয়েছেন। ২০২৪-র অক্টোবরে তিনি ইনস্টাগ্রামে ঘোষণা করেছিলেন তাঁর প্রতিজ্ঞার কথা। তারপর থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টানা পাঁচটি ম্যাচ জিতেনি। সর্বোচ্চ তিনটি ম্যাচ টানা জিতেছে।

তবে ফ্র্যাঙ্ক নিজের প্রতিজ্ঞা থেকে সরেননি। ইউনাইটেডের ম্যাচ থাকলে এসে জানিয়ে দেন, আজ তাঁর প্রতিজ্ঞার 'কততম দিন'। এই করতে করতে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে সাত লক্ষের বেশি। কবে যে তিনি পাহাড়প্রমাণ চুল কাটতে পারবেন, সেদিনের প্রতীক্ষায় ফুটবলভক্তরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দল জিতলে আনন্দে উদ্বেল, হারলে মনখারাপ! এই নিয়েই চলতে হয় ক্রীড়াভক্তদের।
  • আবার দল জেতার জন্য কতরকম প্রার্থনা, কতরকম প্রতিজ্ঞা করেন। এই যেমন ফ্র্যাঙ্ক ইলেট। খুব পরিচিত নাম হয়তো নয়।
  • তবে ছবি দেখলে ফুটবলভক্তদের অনেকে চিনতে পারবেন। কেন? কারণ মাথাভর্তি চুল।
Advertisement