shono
Advertisement
Smriti Mandhana

'সামান্য নেতিবাচক বিষয়ও গোটা দিন নষ্ট করে দিতে পারে', বিয়ে ভাঙার পর কীসের ইঙ্গিত স্মৃতির?

বাইশ গজে ফিরেই রেকর্ড গড়েছেন স্মৃতি।
Published By: Arpan DasPosted: 12:52 PM Dec 23, 2025Updated: 02:55 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এক-দেড় মাসে জীবনের প্রায় সমস্ত উত্থানপতন দেখে ফেলেছেন স্মৃতি মন্ধানা। বিশ্বকাপ জিতেছেন, দীর্ঘদিনের প্রেমিক পলাশ মুছলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। আবার শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে গিয়েছে। যার নেপথ্যে প্রেমিকের লাম্পট্যের অভিযোগ উঠেছে। আবার সেই সব অতিক্রম করে ক্রিকেট মাঠে ফিরে রেকর্ড গড়েছেন স্মৃতি (Smriti Mandhana)। তারপরই ভাইরাল তাঁর জীবনমন্ত্র।

Advertisement

একটি পডকাস্টে নিজের জীবনে ইতিবাচকতা কীভাবে ধরে রাখেন, সেই বিষয়ে জানিয়েছিলেন। পাশাপাশি কীভাবে একটি বিষয় থেকে অন্য বিষয়ে মনোযোগ বদলে ফেলতে পারেন, সেটাও বলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, "একটা নেতিবাচক ঘটনা আপনার গোটা দিন নষ্ট করে দিতে পারে। যেমন আমরা যখন কোনও একটা ম্যাচ হারি, তখন লোকে সেই হারটায় দেখে। কিন্তু সেই হারের মধ্যেও ইতিবাচক বিষয় থাকে। একই ভাবে, আমি মনে করি, সারাদিনে নেতিবাচক ঘটনার পাশাপাশি ইতিবাচক ঘটনাও ঘটে। তাই আমরা যদি নেতিবাচক দিকের বদলে ইতিবাচক দিকে মনোযোগ দিই, তাহলে দিনটা ভালো কাটে।"

স্মৃতির এই 'পেপ টক'-এর সঙ্গে অনেকে তাঁর ব্যক্তিগত জীবনের মিল খুঁজে পাচ্ছেন। গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল স্মৃতির। বিয়ের আগের নানা অনুষ্ঠানও হয়ে যায়। কিন্তু সেই বিয়ে আর হয়নি। অভিযোগ বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে। সেই জল্পনায় সিলমোহর দেয়নি কোনও পক্ষ। তবে পলাশের সঙ্গে শেষ পর্যন্ত বিয়ে স্থগিতই করে দিয়েছেন স্মৃতি। সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে তিনি মনে করিয়ে দিয়েছেন, দেশের হয়ে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে তাঁর মধ্যে।

যে ক্রিকেট তাঁর ধ্যানজ্ঞান, সেটাকে হাতিয়ার করেই যেন হৃদয়ভঙ্গের যন্ত্রণা ভুলতে চান। এর মাঝে শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশ্য রেকর্ডও গড়লেন ভারতের সহ-অধিনায়ক। প্রথম ভারতীয় হিসাবে মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০০ রান পূর্ণ করলেন। গোটা বিশ্বের নিরিখে চার হাজার রান করা দ্বিতীয় খেলোয়াড় হিসাবে নজির তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত এক-দেড় মাসে জীবনের প্রায় সমস্ত উত্থানপতন দেখে ফেলেছেন স্মৃতি মন্ধানা।
  • বিশ্বকাপ জিতেছেন, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে।
  • আবার শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে গিয়েছে। যার নেপথ্যে প্রাক্তন প্রেমিক পলাশ মুছলের চরিত্রহীনতার প্রসঙ্গ এসেছে।
Advertisement