shono
Advertisement
BJP

মহারাষ্ট্র স্থানীয় নির্বাচনে গেরুয়া ঝড়, 'মোদিজির আস্থা পূরণ করেছি', বার্তা ফড়ণবীসের

১২৯ পুরসভা-পঞ্চায়েতের দখল নিল বিজেপি!
Published By: Kishore GhoshPosted: 08:46 PM Dec 21, 2025Updated: 08:46 PM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দীর্ঘ ৪৫ বছর পর কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম পুরনিগমের দখল নিয়েছে বিজেপি। এবার মহারাষ্ট্রে পুর-পঞ্চায়েত নির্বাচনে একপেশে জয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির। দুপুরেই খবর ছিল, লড়াইয়ে অনেকটাই এগিয়ে বিজেপির নেতৃত্বে মহাজুটি। টিমটিম করে জ্বলছে কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং এনসিপি (এসপি)। দিন শেষে ২৮৮টি মহারাষ্ট্র নগর পরিষদ এবং পঞ্চায়েতের মধ্যে ১২৯টির দখল নিয়েছে বিজেপি। মহাজুটি যখন জয়ের আনন্দে মেতে, তখন কংগ্রেস-শিবসেনা শিবিরে কেবল হতাশা। হারের জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে তারা।

Advertisement

স্থানীয় নির্বাচনে বিরাট জয় নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের মন্তব্য, "মোদিজি আমাদের উপর চেয়ে বিশ্বাস রেখেছিলেন, আমাদের নেতা অমিত শাহজি, নাড্ডাজি এবং নবীনজি আমাদের উপর যে আস্থা রেখে ছিলেন তা পূরণ করতে পেরে আমরা খুশি।" আরও বলেন, "প্রথমবার আমি কোনও নেতা বা দলের সমালোচনা করিনি, অভিযোগ করিনি। বরং পরিকল্পনা ব্যাখ্যা করেছিলাম। ১০০% ইতিবাচক প্রচারণ চালিয়েছিলাম। এর ফলস্বরূপ জনগণ পাশে থেকেছে।"

অন্যদিকে কংগ্রেস নেতা হর্ষবর্ধন সপকল হুঁশিয়ারি রাজ্যে বিজেপির সঙ্গী দলগুলিকে। তিনি বলেন, "বিজেপির এই সাফল্য একনাথ শিণ্ডে এবং অজিত পাওয়ারের জন্য সতর্কবাণী...ভবিষ্যতে এই দুই সঙ্গীর কোনও অস্তিত্বই থাকবে না।" কংগ্রেস নেতার হুঁশিয়ারি বাস্তবেই ঘটবে কি না, তার উত্তর জানে মহারষ্ট্রে ভবিষ্যৎ রাজনীতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কংগ্রেস নেতা হর্ষবর্ধন সপকলের হুঁশিয়ারি রাজ্যে বিজেপির সঙ্গী দলগুলিকে।
  • নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে বিরোধীরা।
Advertisement