shono
Advertisement

Breaking News

'সকলেই তো রান পেয়েছে...', ৩০ টেস্টে 'নিয়মিত' দলে থাকা অভিমন্যুকে নিয়ে মুখ খুললেন সৌরভ

২০২২ থেকে অপেক্ষা করেও শিকে ছেঁড়েনি ২৯ বছর বয়সি অভিমন্যুর কপালে।
Published By: Anwesha AdhikaryPosted: 06:42 PM Aug 13, 2025Updated: 06:42 PM Aug 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯৬১ দিন আগে প্রথমবার ভারতের টেস্ট দলে ডাক পেয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে টেস্ট খেলা হল না বাংলার অভিমন্যু ঈশ্বরণের। বারবার স্কোয়াডে থেকেও প্রথম এগারোয় অভিমন্যুর সুযোগ না পাওয়া নিয়ে সুর চড়িয়েছেন সিনিয়র ঈশ্বরণ। এবার বাংলার তারকা ব্যাটারকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

বছর তিনেক আগে প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছিলেন অভিমন্যু। মূলত ব্যাকআপ ওপেনার হিসাবেই স্কোয়াডে রাখা হয় তাঁকে। কিন্তু ব্যাকআপ থেকে প্রথম দলে খেলার দূরত্বটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, অভিমন্যু স্কোয়াডে ঢোকার পর ১৫ জন ক্রিকেটারের অভিষেক হয়েছে টেস্ট ক্রিকেটে। কিন্তু ২০২২ থেকে অপেক্ষা করেও শিকে ছেঁড়েনি ২৯ বছর বয়সি অভিমন্যুর কপালে। ৩০টি টেস্টের স্কোয়াডে থেকেছেন তিনি। কিন্তু ওপেনাররা ব্যর্থ হলেও ঈশ্বরণের কথা ভেবে দেখা হয়নি।

জাতীয় দলে সুযোগ পেয়েই দুরন্ত ব্যাটিং করে ওপেনার হিসাবে জায়গা কার্যত পাকা করে ফেলেছেন যশস্বী। অন্য়দিকে, রোহিতের অবসরের পর ইংল্যান্ড সফরে গিয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন কেএল রাহুল। আপাতত ওপেনার হিসাবে ভারতীয় দলে তাঁর জায়গাও পাকা। এহেন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট যদি অভিমন্যুকে টেস্টের জন্য ‘অযোগ্য’ মনে করে, তাহলে কেন তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে না?

এহেন পরিস্থিতিতে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মনে করছেন, ওপেনিংয়ে অভিমন্যুর সম্ভাবনা খুবই ক্ষীণ। সৌরভের কথায়, "এখনও অভিমন্যুর বয়স রয়েছে। আমি মনে করি ও সুযোগ পেতেই পারে। আসলে যশস্বী, রাহুল, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা- সকলেই রান পেয়েছে। আমার মনে হয় তিন নম্বর জায়গাটা একটু নড়বড়ে। ওই স্লটে তো অভিমন্যুকে খেলিয়ে দেখা যেতেই পারে।" উল্লেখ্য, এশিয়া কাপের পরেই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। সেখানে কি সুযোগ পাবেন বঙ্গ ব্যাটার?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছর তিনেক আগে প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছিলেন অভিমন্যু। মূলত ব্যাকআপ ওপেনার হিসাবেই স্কোয়াডে রাখা হয় তাঁকে।
  • জাতীয় দলে সুযোগ পেয়েই দুরন্ত ব্যাটিং করে ওপেনার হিসাবে জায়গা কার্যত পাকা করে ফেলেছেন যশস্বী। অন্য়দিকে, রোহিতের অবসরের পর ইংল্যান্ড সফরে গিয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন কেএল রাহুল।
  • এশিয়া কাপের পরেই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। সেখানে কি সুযোগ পাবেন বঙ্গ ব্যাটার?
Advertisement