সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের নামে কুৎসা ছড়ানোর অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন ডোনা গঙ্গোপাধ্যায়। ফেসবুকে এক মহিলা সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়ে-সহ গোটা পরিবারের নামে কুৎসা ছড়ান। নিজেকে সৌরভ-ডোনার পাড়ার বাসিন্দা বলেও দাবি করেন তিনি। তার বিরুদ্ধে লন্ডন থেকে পুলিশের দ্বারস্থ হলেন ডোনা।

নাচের স্কুল দীক্ষামঞ্জরীর অনুষ্ঠানের জন্য ডোনা এখন লন্ডনে। সৌরভ ও সানাও এই মুহূর্তে ইংল্যান্ডে আছেন। লন্ডন সফরে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎও হয় তাঁদের। এর মধ্যেই পিয়ালি মজুমদার নামে এক মহিলা সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন। সেখানে ওই মহিলার দাবি, তিনি সৌরভ-ডোনার প্রতিবেশী। তাঁর বক্তব্য, পাড়ার এক সবজিওয়ালা অসুস্থ হয়ে পড়ে সৌরভদের দ্বারস্থ হন। কিন্তু ৬ দিন ধরে তাঁদের বাড়িতে গিয়েও নাকি সাহায্য পাননি। সেই সঙ্গে একটি গাড়ির ছবিও পোস্ট করেন ওই মহিলা। তাঁর দাবি, এটি নাকি ডোনার গাড়ি।
কিন্তু গোটা ঘটনাটাই মিথ্যে, সাফ বক্তব্য ডোনার। এমনকী গাড়িটিও তাঁর নয়। এই নিয়ে লন্ডন থেকে ই-মেলের মাধ্যমে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন ডোনা। সাইবার ক্রাইম শাখায় অভিযোগও দায়ের করেছেন তিনি। সেই মেইলে ডোনা গঙ্গোপাধ্যায় লিখেছেন, 'আমার ও আমার স্বামীর সম্মান নামে মিথ্যা ও অপমানজনক পোস্ট করা হয়েছে। সোশাল মিডিয়ায় আমার ও আমার স্বামীর ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃত চেষ্টা করা হয়েছে। আমাদের চরিত্রহননের এই চেষ্টা বেআইনি ও অনৈতিক।'
তবে আপাতত ওই পোস্টটি ফেসবুক থেকে মুছে দেওয়া হয়েছে বলেই খবর। উল্লেখ্য, এর আগেও একাধিকবার সোশাল মিডিয়ায় ডোনার প্রোফাইলে আক্রমণ হয়েছে। তাঁর ফেসবুক অ্যাকাউন্টও আগে হ্যাক করা হয়েছিল।