shono
Advertisement
Jasprit Bumrah

বিদেশি সার্জেনের সঙ্গে আলোচনা, ফের অস্ত্রোপচার বুমরাহর! খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে?

বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কিনা সেই নিয়ে বিশেষ শর্ত দিয়েছেন বিদেশি সার্জেন।
Published By: Anwesha AdhikaryPosted: 01:59 PM Jan 09, 2025Updated: 01:59 PM Jan 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিদেশি সার্জেনের সঙ্গে পরামর্শ করলেন জশপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়া সফর থেকেই পিঠের চোটে কাবু তারকা পেসার। আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলতে পারবেন কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। এহেন পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিখ্যাত সার্জেন রোয়ান শাউটেনের সঙ্গে যোগাযোগ করেছেন তারকা পেসার।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদপত্রের দাবি, দিনকয়েক আগেই বিখ্যাত অর্থোপেডিক সার্জেনের সঙ্গে আলোচনা করেছেন বুমরাহ। গোটা বিষয়টি জানানো হয়েছে বিসিসিআইকেও। সূত্রের খবর, বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কিনা সেই নিয়ে বিশেষ শর্ত দিয়েছেন রোয়ান। তাঁর মতে, তারকা পেসার যদি বল করার‍ পরে পিঠে ব্যথা অনুভব না করেন, তাহলে মেগা টুর্নামেন্টে নামতে পারবেন বুমরাহ। জাতীয় দলের নির্বাচক এবং বিসিসিআই কর্তাদেরও জানানো হয়েছে পুরো বিষয়টি। আগামী দিনে কীভাবে বুমরাহর চিকিৎসা হচ্ছে, সেদিকেও নজর রাখছে বোর্ড।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে ভারত। সেই স্কোয়াডে বুমরাহকে রাখা যাবে কিনা, সেই নিয়ে জটিলতা ক্রমেই বাড়ছে। সূত্র মারফত জানা গিয়েছিল, চলতি মাসে ইংল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হবে বুমরাহকে। তবে তারকা পেসারের চোট ঠিক কতখানি গুরুতর, সেই নিয়ে স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। তবে বুমরাহ সার্জেনের সঙ্গে যোগাযোগ করায় উদ্বেগ বাড়ছে ক্রিকেটপ্রেমীদের মনে। এর আগে পিঠ চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল বুমরাহর। তার জেরে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। এবারও কি সেই সম্ভাবনা রয়েছে?

প্রসঙ্গত, সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। চোট কতখানি গুরুতর, তার উপরে নির্ভর করছে আগামী দিনে তাঁর মাঠে নামা। গ্রেড ১ ক্যাটেগরির চোট পেলে কমপক্ষে তিন সপ্তাহ রিহ্যাব করে তারপর মাঠে নামা যায়। গ্রেড ২ চোট হলে অন্তত ৬ সপ্তাহ, গ্রেড ৩ চোট পেলে অন্তত তিনমাস মাঠের বাইরে থাকতে হবে তারকা পেসারকে। শেষ পর্যন্ত কবে মাঠে নামবেন বুমরাহ, বাড়ছে সংশয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিনকয়েক আগেই বিখ্যাত অর্থোপেডিক সার্জেনের সঙ্গে আলোচনা করেছেন বুমরাহ। গোটা বিষয়টি জানানো হয়েছে বিসিসিআইকেও।
  • লতি সপ্তাহেই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে ভারত। সেই স্কোয়াডে বুমরাহকে রাখা যাবে কিনা, সেই নিয়ে জটিলতা ক্রমেই বাড়ছে।
  • সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি।
Advertisement