shono
Advertisement
Sunil Gavaskar

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করছেন ধোনি! এবার ঘুরিয়ে মাহিকে নিশানা গাভাসকরের

বিরাট, পন্থ, গম্ভীরদের পর এবার গাভাসকরের নিশানায় ধোনি।
Published By: Subhajit MandalPosted: 06:42 PM May 06, 2025Updated: 06:42 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও বিরাট কোহলি, কখনও ঋষভ পন্থ, কখনও গৌতম গম্ভীর। সাম্প্রতিক অতীতে ভারতীয় ক্রিকেটের প্রায় সব রথী-মহারথীকে নিশানা করে ফেলেছেন সুনীল গাভাসকর। এবার তাঁর নিশানায় মহেন্দ্র সিং ধোনি। গাভাসকর ঘুরিয়ে দাবি করলেন, ধোনির জন্যই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম বিগড়ে যাচ্ছে।

Advertisement

কীভাবে? আসলে চলতি আইপিএলে নয়া নিয়ম করেছে বিসিসিআই। যে সব ক্রিকেটার ৫ বছরের বেশি সময় জাতীয় দলের হয়ে খেলেননি, তাঁদের আনক্যাপড ক্রিকেটার হিসাবে ধরা হবে। আর আনক্যাপড ক্রিকেটারদের রিটেন করতে হলে ফ্র্যাঞ্চাইজিগুলিকে খরচ করতে হবে ৪ কোটি টাকা। গাভাসকরের দাবি, ধোনির জন্যই আনক্যাপড ক্রিকেটারদের রিটেন করার খরচ এতটা বাড়িয়েছে বিসিসিআই। আর এই কোটি কোটি টাকার লোভই বিগড়ে দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে।

গাভাসকরের ব্যাখ্যা, "গত নিলামে ধোনিকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে রিটেন করেছে চেন্নাই। আসলে ধোনির জন্যই আনক্যাপডদের রিটেন করার খরচ বাড়িয়ে ৪ কোটি করা হয়েছে। তার ফলে অনেক তরুণ ঘরোয়া ক্রিকেটার কোটি কোটি টাকা পেয়েছে। এতে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।" কিংবদন্তি ওপেনার বলছেন, "এখন অনেক ঘরোয়া ক্রিকেটার কোটি কোটি টাকা পাচ্ছে। এতে ওদের রান করার খিদে বা খেলার সদিচ্ছা দুটোই কমে যাচ্ছে। ওরা সফল হচ্ছে কিনা, সেদিকে নজর থাকছে না। সবাই শুধুই টাকার পিছনে ছুটছে।"

কিংবদন্তি ওপেনার মনে করছেন, বিসিসিআইয়ের উচিত আনক্যাপড ক্রিকেটারদের প্রাপ্য টাকার পরিমাণ কমিয়ে দেওয়া। তাতে তাঁদের পারফরম্যান্সে ফোকাস বেশি থাকবে। গাভাসকর বলছেন, "অনেক টাকায় বিক্রি হওয়া ঘরোয়া ক্রিকেটার ভালো খেলছে, এমন সচরাচর হয় না। ভালো খেলতে না পারায় ওদের উপর আবার চাপ তৈরি হচ্ছে। তাতে শেষে ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি হচ্ছে। এটা বোর্ডের ভাবা উচিত।" এসবের নেপথ্যেই তিনি ঘুরিয়ে ধোনিকে দায়ী করছেন, কারণ ধোনির জন্যই আনক্যাপড ক্রিকেটারদের টাকা বেড়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অতীতে ভারতীয় ক্রিকেটের প্রায় সব রথী-মহারথীকে নিশানা করে ফেলেছেন সুনীল গাভাসকর।
  • এবার তাঁর নিশানায় মহেন্দ্র সিং ধোনি।
  • গাভাসকর ঘুরিয়ে দাবি করলেন, ধোনির জন্যই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম বিগড়ে যাচ্ছে।
Advertisement