সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আফগানিস্তান (Afghanistan)। দৌড় থেকে ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়াকে। রশিদ খানদের ঐতিহাসিক জয়ের ম্যাচেও কাঁটা হয়ে থেকে যাচ্ছে এক অন্য বিতর্ক। সোশাল মিডিয়ায় একদিকে যেমন শুভেচ্ছার ঢল নেমেছে, তেমনই গুলবদিন নাইবের (Gulbadin Naib) 'অভিনয়'কে কটাক্ষ করতেও ছাড়ছেন না নেটিজেনরা।
ঠিক কী হল আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচে? বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের ম্যাচে প্রথমে ব্যাট করে জয়ের জন্য মাত্র ১১৬ রানের লক্ষ্য দিয়েছিলেন রশিদ খানরা। কিন্তু সেখানে বারবার কাঁটা হয়ে দাঁড়াল বৃষ্টি। শেষ পর্যন্ত সাহায্য নিতে হয় DLS পদ্ধতির। বাংলাদেশের রান তখন ৭ উইকেট হারিয়ে ৮১। DLS-এর হিসেবে মাত্র ২ রান পিছিয়ে ছিল বাংলাদেশ। এদিকে ফের বৃষ্টি নামতে শুরু করে সেন্ট ভিনসেন্টের আর্নস ভালে স্টেডিয়ামে।
[আরও পড়ুন: সেমিফাইনালে বৃষ্টির ভ্রুকুটি, ভেস্তে যাবে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ! ফাইনালে পৌঁছবে কে?]
ঠিক সেই সময়েই হ্যামস্ট্রিংয়ের 'চোট'-এ আহত হয়ে বসে পড়েন আফগান ক্রিকেটার গুলবদিন নাইব। খেলা বন্ধ রেখে তাঁর চিকিৎসা শুরু করেন দলের ফিজিওরা। এদিকে ফের সজোরে বৃষ্টি নামে। ফলে ড্রেসিংরুমে ফিরে যেতে বাধ্য হন দুদলকেই। কিন্তু ক্রিকেটভক্তদের নজরে পড়েছে অন্য বিষয়। স্লিপে দাঁড়িয়ে থাকা নাইব 'আহত' হওয়ার আগে আফগান কোচ জোনাথন ট্রট খেলা থামানোর 'বার্তা' পাঠান। আর তার পরই শুয়ে পড়েন গুলবদিন।
স্বাভাবিকভাবেই এই নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। ওই সময় বাংলাদেশ চার-ছক্কা হাঁকিয়ে দিলে সেমির রাস্তা বন্ধ হয়ে যেত আফগানদের জন্য। তাই কি এই পথ নিলেন গুলবদিন? যা নিয়ে ব্যঙ্গও করেন বাংলাদেশ ব্যাটার লিটন দাস। জিম্বাবোয়ের ধারাভাষ্যকার পমি এমবাংওয়া গুলবদিনের 'অভিনয়'কে কটাক্ষ করে বলেছেন, "ওস্কার না এমি পুরস্কার?" সাইমন ডুল তো পরিষ্কার বলেই দিলেন, "কোচ বার্তা পাঠানোর পরই স্লিপের ক্রিকেটার শুয়ে পড়লেন। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।" ব্যঙ্গ করতে ছাড়েননি ভারতীয় ক্রিকেটার আর অশ্বিনও। এক্স হ্যান্ডেলে তিনি গুলবদিনকে 'প্লে অ্যাক্টিং'-এর জন্য রেড কার্ড দেখানোর দাবি জানান। অথচ পরে বল করতে নেমে উইকেটও নেন আফগান ক্রিকেটার। সব মিলিয়ে, জয় পেলেও বিতর্ক সঙ্গী রইল তাদের।