shono
Advertisement
T20 World Cup 2024

বিশ্বকাপে খারাপ সময় চলছে কোহলির, এবার কী বললেন গাভাসকর?

বিশ্বকাপে এখনও পর্যন্ত কোহলির রান ১,৪ এবং ০।
Published By: Krishanu MazumderPosted: 02:49 PM Jun 13, 2024Updated: 04:22 PM Jun 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে তাঁর গাণ্ডীব কথা বলেছিল। ৭৪১ রান করেছিলেন। কিন্তু বিশ্বকাপে (T20 World Cup 2024) এসে বিরাট কোহলি (Virat Kohli) তিনটি ম্যাচেই ব্যর্থ। তাঁর রান ১,৪ এবং ০। বিশ্বকাপে এখনও কোহলির ব্যাট কথা না বলায় চিন্তায় তাঁর ভক্তরা। উদ্বেগ, উৎকণ্ঠায় তাঁরা। মনে করছেন ফের বোধহয় ফর্ম হারিয়েছেন কোহলি।
তারকার দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তিনি জানিয়েছেন, চিন্তিত হওয়ার কিছু নেই। কোহলি ওর দায়িত্ব জানে। পাহাড়প্রমাণ রান করে ভারতকে অতীতে বহুবার জিতিয়েছেন কোহলি। বিশ্বকাপের তিনটি় ম্যাচে রান না পাওয়ায় গেল গেল রব তোলার কিছু হয়নি। সানি বলেন, ''বিরাট জানে ওর দায়িত্ব। আমরা এই মুহূর্তে টুর্নামেন্টের প্রাথমিক পর্বেই রয়েছি। এখনও সুপার এইট আছে, সেমিফাইনাল আছে। আশা রাখি ভারত ফাইনালেও পৌঁছবে। দরকার এখন ধৈর্য্য। নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। আমার মনে হয় বিরাটের নিজের উপরে আত্মবিশ্বাস রয়েছে।'' 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপ অভিযান শেষ! চুক্তি জটিলতায় স্টিমাচের পদত্যাগের দিকে এখন তাকিয়ে ফেডারেশন]


সানি আরও জানান, তিনটি ইনিংসে ব্যর্থ হওয়া মানে খারাপ খেলছে তা নয়। গাভাসকর বলেন, ''তিনটি ম্যাচে কম রান করেছে মানে এই নয় যে খারাপ খেলছে বিরাট কোহলি। কখনও ভালো ডেলিভারিত আউট হয়ে যাচ্ছে। অন্য সময় হলে বল ওয়াইড হতো অথবা স্লিপের উপর দিয়ে বাউন্ডারি হয়ে যেত। আজ সেটা হয়নি। ফলে কোহলিকে নিয়ে চিন্তা করার মতো কিছু হয়নি। কোহলির উপরে আস্থা রাখতে হবে। আশা রাখতে হবে দ্রুতই ফর্ম ফিরে পাবে কোহলি।'' 

 

[আরও পড়ুন: ইউরো কাপকে সম্বল করে সৌভ্রাতৃত্বের প্রসারে জার্মানি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলে তাঁর গাণ্ডীব কথা বলেছিল।
  • ৭৪১ রান করেছিলেন।
  • কিন্তু বিশ্বকাপে এসে বিরাট কোহলি (Virat Kohli) তিনটি ম্যাচেই ব্যর্থ।
Advertisement