shono
Advertisement
T20 World Cup

বাংলাদেশ নিয়ে কেন দ্বিচারিতা আইসিসি'র? প্রশ্ন তুলেই তীব্র কটাক্ষের শিকার প্রাক্তন অজি তারকা

যেভাবে বাংলাদেশকে বাইরের রাস্তা দেখাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, তাতে খুশি নন গিলেসপি। তিনি আইসিসির বিরুদ্ধে কার্যত দ্বিচারিতার অভিযোগ তুলেছেন।
Published By: Sulaya SinghaPosted: 08:50 PM Jan 26, 2026Updated: 08:50 PM Jan 26, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছেঁটে ফেলেছে আইসিসি। একাধিকবার সুযোগ দিলেও ভারতে না খেলার অবস্থানে অনড় থাকাতেই শেষমেশ বাদ পড়ে বাংলাদেশ। আর সেই ইস্যুতে এবার মুখ খুলেই বোমা ফাটালেন প্রাক্তন অজি তারকা জেশন গিলেসপি। তাঁর দাবি, আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতেই হেনস্তার শিকার হয়েছেন তিনি! এমনকী সোশাল মিডিয়ার পোস্ট মুছে ফেলতেও বাধ্য করা হয়েছে তাঁকে। 

Advertisement

নিরাপত্তার দোহাই দিয়ে ভারতের মাটিতে আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। তারা জানিয়েছিল, ভারতের বদলে আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় তাদের ম্যাচের আয়োজন করা হোক। কিন্তু সে প্রস্তাব কানে তোলেনি আইসিসি। ফলে মেগা টুর্নামেন্টে লিটন দাসদের পরিবর্ত হিসেবে খেলবে স্কটল্যান্ড। কিন্তু যেভাবে বাংলাদেশকে বাইরের রাস্তা দেখাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, তাতে খুশি নন গিলেসপি। তিনি আইসিসির বিরুদ্ধে কার্যত দ্বিচারিতার অভিযোগ তুলেছেন। এক্স হ্যান্ডেলে কিংবদন্তির প্রশ্ন, 'বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না, এ নিয়ে কী ব্যাখ্যা আইসিসির? যতদূর মনে পড়ছে, ভারতও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায়নি। তখন কিন্তু ভারতকে অন্য দেশে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন নয়?'

কিন্তু এই পোস্টের পরই গিলেসপির দিকে ধেয়ে আসে কটাক্ষ। নেটিজেনদের একাংশ রীতিমতো আক্রমণ শানাতে থাকে। বাধ্য হয়েই পোস্ট ডিলিট করে দেন ক্ষুব্ধ গিলেসপি। অন্যদিকে আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রাক্তন প্রোটিয়া তারকা জন্টি রোডসও। তিনি মনে করেন, রাজনীতি এবং খেলাকে মিশিয়ে ফেলা উচিত নয়। কিন্তু কুড়ি-বিশের বিশ্বকাপের আগে ২২ গজের সেই ছবিটাই প্রকট হয়ে উঠেছে। তাঁর কথায়, "আমরা সবসময় ভাবি খেলাতে রাজনীতি ঢুকবে না। কিন্তু দুর্ভাগ্যক্রমে দু'টো বিষয়কে আলাদা রাখা সম্ভব হয় না।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement