Advertisement
ভারতের ম্যাচ বয়কট! বিশ্বকাপে বাংলাদেশের জন্য ৩ পন্থায় প্রতিবাদ জানাবে 'ভ্রাতৃস্নেহে' বুঁদ পাকিস্তান
ইতিমধ্যেই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান।
দীর্ঘ টালবাহানা, বিতর্ক, অজুহাতের পর আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে ছাঁটাই হয়েছে বাংলাদেশ। অর্থাৎ ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে হতে চলা মেগা টুর্নামেন্টে লিটন দাসদের এবার আর দেখা যাবে না। তার পরিবর্ত হিসেবে খেলবে স্কটল্যান্ড।
বাংলাদেশকে একাধিকবার নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ দিয়েছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দেয়, ভারতের মাটিতে তারা খেলতে নারাজ। ফলে আইসিসিও নিজেদের অবস্থান স্পষ্ট করে জানায়, 'হয় খেলো, নাহলে এসো'। আর তারপরই ঘোষণা হয়ে যায় স্কটল্যান্ডের নাম।
এদিকে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ‘বয়কট বয়কট’ নাটকই সার! পিঠ বাঁচাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণাও করে দিয়েছে পাকিস্তান। তবে পাক বোর্ডের প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, দল ঘোষণার অর্থ এই নয় যে টুর্নামেন্টে অংশ নিতে রাজি পাকিস্তান। এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শাহবাজ শরিফের সরকার।
সোমবারই এনিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন নকভি। বৈঠক শেষে তিনি এক্স হ্যান্ডেলে জানান, অত্যন্ত ইতিবাচক কথাবার্তা হয়েছে। সবকিছু বিবেচনা করেই সমস্যা সমাধানের পথ খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। শাহিন আফ্রিদিরা আদৌ আসন্ন বিশ্বকাপে খেলবেন কিনা, তা জানানো হবে আগামী শুক্রবার অথবা আগামী সপ্তাহের সোমবার।
তবে এসবের মধ্যেই সামনে আসছে আরও একটি তথ্য। শোনা যাচ্ছে, পাকিস্তান যদি শেষমেশ বিশ্বকাপে অংশ নেয়, তাহলে টুর্নামেন্ট চলাকালীনই নাকি 'ভাই' বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদ জানানো হবে। অর্থাৎ মাঠেও অব্যাহত থাকবে বাবর আজমদের 'নাটক'।
ঠিক কীভাবে প্রতিবাদ জানাবে পাক দল? একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মূলত তিনরকম ভাবে বিশ্বকাপ থেকে 'বন্ধু' দেশকে ছেঁটে ফেলার বিরুদ্ধে সরব হবেন পাক ক্রিকেটাররা।
প্রথমত, পাক দলের পরিকল্পনা, টি-২০ বিশ্বকাপের প্রতিটি ম্যাচে নাকি কালো আর্ম ব্যান্ড পরে নামবেন ক্রিকেটাররা। এমনিতেই ভারতের কাছে এশিয়া কাপে হারের জ্বালা ভুলতে পারেননি সলমন আঘারা। তার উপর হ্যান্ডশেক বিতর্কে আগুনে ঘি পড়েছিল। এবার কালো ব্যান্ড বেঁধে আইসিসির বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করতে পারে তারা।
তবে শুধুই নাকি এটুকু থেমে থাকতে নারাজ বাবররা। আরও বড় প্রতিবাদের কথাও ভাবা হয়েছে বলে খবর। ওই রিপোর্ট অনুযায়ী, ভারতের বিরুদ্ধে নাকি গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করতে পারেন শাহিনরা। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। কিন্তু সেই ম্যাচে না-ও নামতে পারে পাকিস্তান। যদিও তাতে আখেরে ক্ষতিই হবে তাদের। কারণ ভারতকে ওয়াকওভার দিলে বাবরদের সুপার ১২-তে ওঠা আরও কঠিন হয়ে উঠবে।
'নাটকে'র এখানেই ইতি নয়। বাংলাদেশের প্রতি দরদ ঠিক কতখানি উথলে উঠছে, তা ম্যাচ জিতলেই বোঝাতে চায় পাকিস্তান। কীভাবে? টুর্নামেন্টে নিজেদের প্রতিটি জয় বাদ পড়া বাংলাদেশকে উৎসর্গ করার পরিকল্পনা তাদের।
Published By: Sulaya SinghaPosted: 07:11 PM Jan 26, 2026Updated: 09:49 PM Jan 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
