সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে ধর্মকর্মে ডুবে টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর। মে মাসের ১৫ তারিখ তিনি গিয়েছিলেন মুম্বইয়ের শ্রীসিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরে। এর দু'দিন পরেই তাঁকে সপরিবারে দেখা যায় তিরুমালায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনা করতে। আর এবার তাঁকে দেখা গেল অসমের কামাখ্যা মন্দিরে।
এদিন গম্ভীর একাই গিয়েছিলেন কামাখ্যা মাতার আশীর্বাদ নিতে। কালো টি-শার্ট পরে তিনি মন্দির চত্বরে ঢোকেন। তাঁকে ঘিরে নিরাপত্তাও ছিল বেশ আঁটসাঁট। সঙ্গে ছিলেন পুরোহিতও। এক সংবাদমাধ্যমের তরফে এই ভিডিও প্রকাশ করা হয়। যা দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। সেখানে গম্ভীর দেবী মূর্তিকে প্রণামও করেন।
যদিও নেটিজেনরা তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি। নেট নাগরিকরা হয়তো ‘গম্ভীর পরিস্থিতি’র আঁচ করে বর্তমান সময়কেই তুলে ধরেছেন। যদিও অনেকেই তাঁকে কামাখ্যা দর্শনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। সামনেই টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফর। সেই সিরিজে রীতিমতো অ্যাসিড টেস্টের সামনে পড়তে হতে পারে গৌতম গম্ভীরকে। ইংল্যান্ডের সিমিং উইকেটে রোহিত, কোহলিকে ছাড়া ভারতীয় দল কতটা সফল হয় ভারতীয় ব্যাটাররা, সেই দিকেও নজর থাকবে। অনেকেই বলছেন, ইংল্যান্ড সিরিজে যাতে তিনি উতরে যান, সেই কারণে ‘টেম্পল রান’ করছেন গম্ভীর।
অনেকেই আবার টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির বিদায়কে মেনে নিতে পারেননি। সূত্রের খবর, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলেন কোহলি। জানা গিয়েছে, বর্তমান ম্যানেজমেন্টের অধীনে পর্যাপ্ত স্বাধীনতা পাচ্ছিলেন না বিরাট। তাছাড়া গম্ভীর পূর্ববর্তী জমানায় ড্রেসিং রুমে যে পরিবেশ ছিল, সেটাও নাকি উধাও। এই আকস্মিক ‘পরিবর্তন’ কোহলির টেস্ট অবসরকে ত্বরান্বিত করেছে বলে খবর। আর এই আবহে গম্ভীর গেলেন কামাখ্যা মন্দিরে।
