সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দল বাড়তে চলেছে ডব্লিউপিএলের? ভবিষ্যতে এমনটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে চর্চা চলছে। এই পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দাল মনে করেন, অদূর ভবিষ্যতে মহিলা প্রিমিয়ার লিগে নতুন দল যুক্ত হবে। তিনি চান, মহিলাদের প্রিমিয়ার লিগ হোম-অ্যাওয়ে ফরম্যাটে হোক।
নিলামের দিনেই ডব্লিউপিএলের দিনক্ষণ ঘোষণা হয়েছে। ৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ডব্লিউপিএল। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ডব্লিউপিএল মেগা নিলামে উদ্বোধনী ভাষণের পর দিনক্ষণ ঘোষণা করেন ডব্লিউপিএল চেয়ারম্যান জয়েশ জর্জ। বৃহস্পতিবার নয়াদিল্লির জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে ডব্লিউপিএলের মহানিলামের ফাঁকে পার্থ জিন্দাল অদূর ভবিষ্যতে এই লিগে দল বাড়ানো নিয়ে মন্তব্য করেন।
তিনি বলেন, "আমরা ডব্লিউপিএলকে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে দেখতে চাই। এই ক্যারাভান ফরম্যাটটি ঠিকই আছে। কিন্তু এটাই সব নয়। আমি নিশ্চিত যে বিসিসিআই এটা নিয়ে নিশ্চয়ই ভাবনাচিন্তা করছে। জানি যে, ডব্লিউপিএল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। তবে আশা করি, পরবর্তীকালে এর জন্য বড় সময় পাওয়া যাবে।"
তিনি আরও বলেন, "দু-একটি দল কোনও না কোনও সময় আসবেই আসবে। এর সার্কেল যেহেতু ছোট, তাই আমি মনে করি ১৪ মাসের মধ্যে দু'টি ডব্লিউপিএল থাকবে।" ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা তুঙ্গে। মহিলাদের প্রিমিয়ার লিগের মহানিলামে নাম ছিল মোট ২৭৬ ক্রিকেটারের। তার মধ্যে থেকে সুযোগ পেয়েছেন মাত্র ৭৩ জন। ডব্লিউপিএলে দল বাড়লে এই লিগের জনপ্রিয়তা আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ডব্লিউপিএলের দলসংখ্যা পাঁচটি - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, গুজরাত জায়ান্টস, ইউপি ওয়ারিয়র্জ, মুম্বই ইন্ডিয়ান্স।
