shono
Advertisement
KKR

মিনি নিলামের আগেই ঘর গুছিয়ে নিচ্ছে নাইটরা, বোলিং কোচের নাম ঘোষণা কেকেআরের

অভিষেক, ওয়াটসনের পর নতুন বোলিং কোচ পেল কলকাতা।
Published By: Prasenjit DuttaPosted: 02:38 PM Nov 14, 2025Updated: 04:42 PM Nov 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিনি নিলামের আগে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে কেকেআর। বৃহস্পতিবার দু'বারের বিশ্বজয়ী অজি অলরাউন্ডার শেন ওয়াটসনকে সহকারী কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল। আর শুক্রবার তারা ঘোষণা করল বোলিং কোচের নাম। নাইটদের নতুন বোলিং কোচ হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার টিম সাউদি। 

Advertisement

গত মরশুমে কেকেআরের বোলিং কোচ ছিলেন ভরত অরুণ। তিনি কেকেআর ছেড়ে যোগ দিয়েছেন লখনউ সুপার জায়ান্টসে। সেই জায়গায় যোগ দিলেন সাউদি। কিউয়ি তারকা এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন। ইংল্যান্ড দলের বোলিং পরামর্শদাতা হিসাবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ৩৬ বছর বয়সি এই তারকা ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে কেকেআরে খেলেছেন। বিভিন্ন ফরম্যাটে ৭৭৬ উইকেট উইকেট রয়েছে তাঁর। খেলেছেন ১০০-ও বেশি টেস্ট। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে কিউয় দলে ছিলেন তিনি। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি। 

সাউদিকে বোলিং কোচ হিসাবে নিযুক্ত করার পর য়োগের পর কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বলেন, "কেকেআর পরিবারে ফের স্বাগত জানাচ্ছি সাউদিকে। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে। দলের তরুণ বোলাররা তাঁর কাছে অনেক কিছু শিখবে। ওদের কাছে সাউদি আদর্শ হয়ে উঠতে পারেন।" অন্যদিকে, নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত সাউদি বলেন, "কেকেআর ইতিমধ্যেই তিনবারের চ্যাম্পিয়ন দল। এই পরিস্থিতিতে এখানে আমার যোগদান এই পরিবারে বিস্তার ঘটাবে। কেকেআর আমার পুরনো ঘর। এখানে নতুন ভূমিকায় ফিরে গর্বিত। এবারও কেকেআর-কে চ্যাম্পিয়ন করার চেষ্টা করব।"

উল্লেখ্য, গত মরশুমে আইপিএলে অষ্টম স্থানে শেষ করেছিল কেকেআর। এরপর চন্দ্রকান্ত পণ্ডিত কোচের পদ থেকে সরে দাঁড়ান। তাঁর জায়গায় অক্টোবরের শেষে সরকারিভাবে নায়ারের নাম কোচের পদে ঘোষণা করে নাইটরা। এর আগে অভিষেক কেকেআরেরই সহকারী কোচের পদে ছিলেন। সেই সহকারী কোচের পদে বসানো হয় শেন ওয়াটসনকে। আর এক দিন যেতে না যেতেই বোলিং কোচ হিসাবে ঘোষণা করা হল সাউদির নাম। কোচিং গ্রুপে পরিবর্তন এনে নাইট ম্যানেজমেন্ট বুঝিয়ে দিচ্ছে আসন্ন মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মিনি নিলামের আগে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে কেকেআর।
  • শুক্রবার দু'বারের বিশ্বজয়ী অজি অলরাউন্ডার শেন ওয়াটসনকে সহকারী কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল।
  • আর শনিবার তারা ঘোষণা করল বোলিং কোচের নাম।
Advertisement