সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ও রেকর্ড, এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ১৪ বছরের 'বিস্ময় প্রতিভা' মাঠে নামলেই তার ব্যাটে কোনও কোনও রেকর্ড লেখা হয়। এদিন যেমন বিজয় হাজারে ট্রফিতে তার ব্যাট থেকে এল ৩৬ বলে সেঞ্চুরি। যা বিশ্বের সব দেশ মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরির নজির। তবে অল্পের জন্য ডবল সেঞ্চুরি হাতছাড়া হল বিহারের ক্রিকেটারের।
যুব এশিয়া কাপেও সেঞ্চুরি করেছিল বৈভব। তবে ফাইনালে ভালো খেলতে পারেনি। ভারতও যুব এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছে। কিন্তু দেশের মাটিতে ফিরতেই দাপট শুরু তার। বিজয় হাজারে ট্রফিতে বিহারের অভিযান শুরু হয়েছে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। রাঁচিতে আয়োজিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিহার। আর শুরুতেই বৈভব-ঝড়।
মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করল সে। যার মধ্যে আছে ১০টি চার ও ৮টি ছয়। অর্থাৎ শুধুমাত্র বাউন্ডারি থেকেই এসেছে ৮৮ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। তার আগে আছে অনমোলপ্রীত সিং। পাঞ্জাবের ক্রিকেটার গত বছর ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে বিশ্বের কনিষ্ঠতম হিসেবে সেঞ্চুরির নজির গড়ল বৈভব। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির রয়েছে জেক ফ্রেজার ম্যাকগুর্কের। ২০২৩ সালে তিনি তাসমানিয়ার বিরুদ্ধে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।
যদিও অল্পের জন্য ডবল সেঞ্চুরি হাতছাড়া হল বৈভবের। শেষ পর্যন্ত সে আউট হয় ১৯০ রানে। ৮৪ বলের ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা দিয়ে। অর্থাৎ শেষ পর্যন্ত শুধু বাউন্ডারি থেকেই তার রান ওঠে ১৫৪।
