shono
Advertisement
Vijay Hazare Trophy

অধরা স্বপ্নপূরণ! সৌরাষ্ট্রকে হারিয়ে প্রথমবার বিজয় হাজারে চ্যাম্পিয়ন বিদর্ভ

গত মরশুমে ফাইনালে পৌঁছেও লক্ষ্যপূরণ হয়নি। এবার অধরা সেই স্বপ্নপূরণ। অথর্ব তাইদের অনবদ্য সেঞ্চুরিতে দু'বারের ট্রফি জয়ী দল সৌরাষ্ট্রকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বিদর্ভ।
Published By: Prasenjit DuttaPosted: 08:48 AM Jan 19, 2026Updated: 01:32 PM Jan 19, 2026

গত মরশুমে ফাইনালে পৌঁছেও লক্ষ্যপূরণ হয়নি। এবার অধরা সেই স্বপ্নপূরণ। অথর্ব তাইদের অনবদ্য সেঞ্চুরিতে দু'বারের ট্রফি জয়ী দল সৌরাষ্ট্রকে ৩৮ রানে হারিয়ে নতুন ইতিহাস লিখল বিদর্ভ। প্রথমবার বিজয় হাজারে (Vijay Hazare Trophy) চ্যাম্পিয়ন হল তারা।

Advertisement

বেঙ্গালুরুর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সৌরাষ্ট্র। শুরু থেকেই আত্মবিশ্বাসের ঝলক দেখা যায় বিদর্ভের দুই ওপেনারের ব্যাটে। প্রথম উইকেটে ওঠে ৮০ রান। সেমিফাইনালে সেঞ্চুরি করা ব্যাটার আমন মোখাড়ে (৩৩) সেট হয়ে আউট হন। এরপর যশ রাঠোরকে সঙ্গে নিয়ে দলকে নিরাপদে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন অথর্ব।

সেঞ্চুরির পর অথর্ব তাইদে।

দ্বিতীয় উইকেটে ওঠে ১৩৩ রান। ১১৮ বলে ১২৮ রানের ইনিংস খেলে তাইদে যখন সাজঘরে ফিরলেন, বিদর্ভের রান ৩৬ ওভারে ২ উইকেটে ২১৩। এর কিছুক্ষণের মধ্যে ৬১ বলে ৫৪ রানের ইনিংস খেলে যখন আউট হলেন যশও। যদিও স্লগওভারে সৌরাষ্ট্রের আঁটসাঁট বোলিংয়ে ৫০ ওভারে ৩১৭-র বেশি করতে পারেনি বিদর্ভ। সৌরাষ্ট্রের হয়ে অঙ্কুর পানওয়ার নেন ৪ উইকেট। চেতন সাকারিয়া ও চিরাগ জানির শিকার ২টি করে উইকেট।

৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় সৌরাষ্ট্র। হারভিক দেশাই (২০) এবং বিশ্বরাজ জাডেজা (৯) দ্রুত সাজঘরে ফেরেন। সাম্মার গজ্জারকে (২৫) সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটের জুটিতে ৪৮ রান যোগ করেন প্রেরক মানকড়। মাত্র ৭ রানে আউট হন পার্সওয়াজ রানা। পঞ্চম উইকেটে চিরাগ জানির (৬৪) সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন প্রেরক। ৮৮ রানে প্রেরক ফেরার পর দেওয়াল লিখনটা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে কিছুটা রুখে দাঁড়িয়েছিলেন চিরাগ। তাঁর সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। শেষ পর্যন্ত ২৭৯ রানে অলআউট হয়ে যায় সৌরাষ্ট্র। যশ ঠাকুর নেন ৪ উইকেট। নচিকেত ভুটের শিকার ৩ উইকেট। দর্শন নালকান্ডে ২টি উইকেট নিয়ে বিদর্ভের ঐতিহাসিক জয়ে ভূমিকা রাখেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement