shono
Advertisement

Breaking News

Virat Kohli

আরসিবির জার্সিতে রয়েছে বিশেষ স্বপ্ন, আর কতদিন আইপিএল খেলবেন? জানালেন বিরাট

২০০৮ সাল থেকেই আরসিবির জার্সিতে খেলছেন বিরাট।
Published By: Anwesha AdhikaryPosted: 05:13 PM Nov 03, 2024Updated: 05:13 PM Nov 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও তিন বছর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলে যাওয়ার ইচ্ছে রয়েছে বিরাট কোহলির। ২০২৭ পর্যন্ত তিনি খেলে যেতে চান। কারণ, আইপিএলে আরসিবির হয়ে কুড়ি বছর খেলা স্বপ্ন বিরাটের।

Advertisement

প্রাক্তন ভারত অধিনায়ককে বিশাল ২১ কোটি টাকা দিয়ে ‘রিটেন’ করেছে রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলি এখন ছত্রিশ। কেরিয়ারের সায়াহ্নেই বলা যায়। হালফিলে তিনি যে দারুণ ফর্মে, সেটাও বলা যায় না। ভারতীয় ক্রিকেটমহলের একাংশে চর্চা চলছে যে, কোহলি নিকট ভবিষ‌্যতে ক্রিকেট ছেড়ে দেবেন কি না? কিন্তু শনিবার যে ইঙ্গিত দিলেন বিরাট, তাতে তিনি আরও তিন বছর খেলা চালিয়ে যাবেন।

‘‘আরসিবি-র হয়ে কুড়ি বছর খেলা আমার স্বপ্ন। আর সেটা আমার কাছে খুবই স্পেশাল একটা অনুভূতি,’’ এ দিন বলে দিয়েছেন বিরাট। আইপিএলে যিনি সর্বকালের সেরা রান সংগ্রহাকরী। ১৩১,৯৭ স্ট্রাইক রেট রেখে বিরাট আজ পর্যন্ত আইপিএলে করেছেন আট হাজার রান। আটটা সেঞ্চুরি এবং পঞ্চান্নটা হাফসেঞ্চুরি সহ। ‘‘আমি কখনও ভাবিনি, একটা টিমের হয়ে এত বছর ধরে খেলে যাব। কিন্তু এত দিন ধরে থাকতে থাকতে ফ্র‌্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্কটা সত‌্যিই স্পেশাল হয়ে গিয়েছে,’’ বলতে থাকেন বিরাট। যা ঘটনা। ২০০৮ সালে সেই যে আরসিবি-তে ঢুকেছেন বিরাট, তার পর থেকে শুধু সেখানেই খেলেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাক্তন ভারত অধিনায়ককে বিশাল ২১ কোটি টাকা দিয়ে ‘রিটেন’ করেছে রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
  • শনিবার যে ইঙ্গিত দিলেন বিরাট, তাতে তিনি আরও তিন বছর খেলা চালিয়ে যাবেন।
  • ২০০৮ সালে সেই যে আরসিবি-তে ঢুকেছেন বিরাট, তার পর থেকে শুধু সেখানেই খেলেছেন তিনি।
Advertisement