shono
Advertisement
Washington Sundar

'গোটা দিন লড়াই করাই লক্ষ্য ছিল', ম্যাচ বাঁচিয়ে আবেগে ভাসছেন ভারতীয় অলরাউন্ডার

কোন মন্ত্রে এই অসাধ্য সাধন করলেন তিনি?
Published By: Prasenjit DuttaPosted: 01:06 PM Jul 28, 2025Updated: 01:06 PM Jul 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার না মানা মনোভাব নিয়ে ব্যাটিং করে সিরিজ হারের হাত থেকে দেশকে বাঁচিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। লাল বলের ক্রিকেটে নিজের পঞ্চম সেঞ্চুরি হাঁকিয়েছেন জাড্ডু। অন্যদিকে, টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছেন সুন্দর। তাঁদের এমন সাহসী সেঞ্চুরিতে আপ্লুত ক্রিকেট বিশ্ব। হারের মুখ থেকে টিম ইন্ডিয়াকে রক্ষা করে আবেগে ভাসছেন ওয়াশিংটন সুন্দর। কোন মন্ত্রে এই অসাধ্য সাধন করলেন তিনি? সে কথাও জানিয়েছেন।

Advertisement

ম্যাঞ্চেস্টার টেস্টের পর সম্প্রচারকারী চ্যানেলকে সুন্দর বলেন, "খুবই বিশেষ অনুভূতি এটা। যা ভাষায় প্রকাশ করা কঠিন। টেস্ট প্রথমবার সেঞ্চুরি করলাম। দারুণ লাগছে। প্রতিটি সেঞ্চুরিই গুরুত্বপূর্ণ। কিন্তু এই সেঞ্চুরি অনেক বেশি অর্থবহ। পাঁচ নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছিলাম। গোটা দিন যাতে লড়াই করতে পারি, এই লক্ষ্য নিয়েই নেমেছিলাম। কোচের কাছ থেকে এই বার্তাই পেয়েছি। সত্যিই খুশি যে, শেষমেশ ম্যাচটি ড্র রাখতে পেরেছি।"

উল্লেখ্য, রবীন্দ্র জাদেজার সঙ্গে ২০৩ রানের জুটি গড়ে ভারতকে সিরিজে বাঁচিয়ে রাখেন ওয়াশিংটন। চোট পাওয়া ঋষভ পন্থের জায়গায় পাঁচ নম্বরে ব্যাট করতে আসেন ২৫ বছর বয়সি এই ক্রিকেটার। সেখানে তিনি সফল। তিনি জানিয়েছেন, জাদেজার সঙ্গে ইনিংস চলাকালীন বারবার আলোচনা হয়েছে তাঁর। তাঁদের লক্ষ্য ছিল  শৃঙ্খলিত ব্যাটিং করা।

সুন্দরের সংযোজন, "বল দেখে দেখে খেলতে চেয়েছিলাম। ভালো বলকে যথাযোগ্য সম্মান দিয়েছি। আমাদের লক্ষ্য ছিল টিকে থাকা। শৃঙ্খলিত ব্যাটিং করা। সেই লক্ষ্যে সফল। টেস্ট ড্র রাখতে পেরে সত্যিই ভালো লাগছে। আমাদের দলও গোটা টেস্টে ভালো খেলেছে। পরের ম্যাচের আগে যা আমাদের আত্মবিশ্বাস জোগাবে।" ৩১ জুলাই ওভালে শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এমন সাহসী সেঞ্চুরিতে আপ্লুত ক্রিকেট বিশ্ব।
  • হারের মুখ থেকে টিম ইন্ডিয়াকে রক্ষা করে আবেগে ভাসছেন ওয়াশিংটন সুন্দর।
  • রবীন্দ্র জাদেজার সঙ্গে ২০৩ রানের জুটি গড়ে ভারতকে সিরিজে বাঁচিয়ে রাখেন ওয়াশিংটন।
Advertisement