সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার তারকার মহাকাব্যিক ব্যাটিংয়ে ম্যাঞ্চেস্টারে ম্যাচ বাঁচিয়ে নিয়েছে ভারত। তবে, সিরিজে এখনও ১-২ ব্যবধানে পিছিয়ে টিম ইন্ডিয়া। শুভমানদের সামনে এখন ওভালে জিতে সিরিজের সমতা ফেরানোই লক্ষ্য। কিন্তু প্রতি টেস্টের শেষে যে প্রশ্নটা গোটা ইংল্যান্ড সিরিজ জুড়ে, তা আবারও উঠল। ওভালে কি খেলবেন জশপ্রীত বুমরাহ? এ ব্যাপারে ধোঁয়াশা রেখে দিলেন গৌতম গম্ভীর এবং শুভমান গিল।
চতুর্থ টেস্টের শেষে গম্ভীর বলেন, "আমাদের সব ফাস্ট বোলারই ফিট। চোট-আঘাতের কোনও আশঙ্কা নেই। শেষ টেস্টের জন্য দল গঠন নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। বুমরাহ খেলবে কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত যেই খেলুক না কেন, তারা দেশের জন্য উজাড় করে দেবে।" প্রসঙ্গত, ইংল্যান্ড সিরিজের আগে জানা গিয়েছিল, ওয়ার্কলোডের কারণে তিনটির বেশি টেস্ট খেলবেন না বুমরাহ। সেই তিনটি টেস্ট ইতিমধ্যেই খেলে ফেলেছেন তিনি। এই পরিস্থিতিতে ওভালে ৩১ বছর পেসার খেলেন কি না, সেটাই দেখার।
অন্যদিকে, বুমরাহর ব্যাপারে ভারত অধিনায়ক শুভমান বলেন, "ও খেলবে কি না, তা জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।" ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় ইনিংসে একটা সময় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ভারতের। ০ রানে দু'টি উইকেট খুইয়ে পরাজয়ের সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে প্রথমে কেএল রাহুল, শুভমান গিল এবং পরে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর মিলে দুরন্ত ব্যাটিং করে ম্যাচ বাঁচান।
ওভালে টেস্ট জিতলে বিলেত থেকে সিরিজ না হেরে দেশে ফিরবে ভারত। এই পরিস্থিতিতে গম্ভীরের সংযোজন, "এখনও আমরা সিরিজে পিছিয়ে আছি। কিন্তু ওভালে জয়ের ব্যাপারে আশাবাদী। সিরিজের ফলাফল ২-২ করার যথাসাধ্য চেষ্টা করব। আমি নিশ্চিত ওভালে আমাদের দল আত্মবিশ্বাসী হয়েই নামবে। সেখানে নতুন ম্যাচ। নতুন পরিস্থিতি। এর জন্য আমরা প্রস্তুত।" উল্লেখ্য, ৩১ জুলাই থেকে ওভালে শুরু হতে চলেছে পঞ্চম টেস্ট।
