সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন মরশুমে একই মাঠে আইপিএলের (IPL) ম্যাচ খেলবে দুই 'রয়্যাল'? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। দুই দলই হোমগ্রাউন্ড হিসাবে ভাবছে পুণের এমসিএ স্টেডিয়ামকে। এমন খবর সম্প্রতি চাউর হয়। সেই খবরে কার্যত সিলমোহর পড়ল। জানা গিয়েছে, দুই দল ইতিমধ্যেই মাঠ পরিদর্শনে গিয়েছিল।
আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পুণের মাঠ পরিদর্শনের কথা জানিয়েছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। সোশাল মিডিয়ায় তারা লেখে, 'কয়েক সপ্তাহ আগে পুণের গাহুঞ্জেতে অবস্থিত এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শনের জন্য আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী, এই স্টেডিয়াম খুব শীঘ্রই আইপিএল ভেন্যু হিসাবে অনুমোদিত হবে। বিসিসিআইয়ের সহায়তায় এই মাঠ খেলোয়াড়দের জন্য অসাধারণ কিছু মুহূর্ত উপহার দেবে।'
যদিও এখনও পর্যন্ত পুণের এমসিএ স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজনের ছাড়পত্র এখনও দেওয়া হয়নি। এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত ১৭টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে পাঁচটি টি টোয়েন্টি, ১২টি ওয়ানডে। গতবছরের জানুয়ারিতে এখানে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ হয়েছিল। পুণেতে শেষবার আইপিএল ম্যাচ হয় ২০২২ সালের ১৪ মে। মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। আন্দ্রে রাসেলের অলরাউন্ড পারফরম্যান্সে ৫৪ রানে যেতে কেকেআর।
গত বছর ৪ জুন কোহলিদের বিজয় মিছিলে পদপিষ্টের ঘটনা ঘটে। তারপর থেকে কার্যত 'একঘরে' চিন্নাস্বামী স্টেডিয়াম। বিরাটদের ম্যাচ যে ভিনরাজ্যে সরে যেতে পারে, তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা। মাস দুই আগে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব কমলেশ পিসাল জানিয়েছিলেন, পুণেতে আরসিবি'র ম্যাচ হওয়া নিয়ে আলোচনা চলছে। কেবল আরসিবি নয়, রাজস্থান রয়্যালসও যে স্টেডিয়াম বদলাতে পারে, সেই খবরও শিরোনামে উঠে আসে।
রাজস্থান ক্রিকেট সংস্থার সঙ্গে তাদের মতবিরোধের জেরে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে নাও খেলতে পারেন যশস্বী জয়সওয়ালরা। জানা গিয়েছে, রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড জয়পুরের স্টেডিয়ামই থাকবে কি না, তা নিশ্চিত করার জন্য বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা বিষয়টি সমাধানের চেষ্টায় জোর দিয়েছে। এই আবহে দুই ফ্র্যাঞ্চাইজি কি একই স্টেডিয়ামকে হোমগ্রাউন্ড করবে? হয়তো কিছুদিনের মধ্যেই জানা যাবে এর উত্তর।
