shono
Advertisement

Breaking News

ACC

আচমকাই স্থগিত মহিলাদের ইমার্জিং এশিয়া কাপ, কাঠগড়ায় পাক ক্রিকেট কর্তা নকভি?

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান মহসিন নকভি।
Published By: Prasenjit DuttaPosted: 07:15 PM Jun 02, 2025Updated: 07:15 PM Jun 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ জুন থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা ছিল মহিলাদের ইমার্জিং এশিয়া কাপ। তবে, সেই টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। সোমবার এই ঘোষণা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি। শ্রীলঙ্কায় প্রতিকূল আবহাওয়া এবং স্বাস্থ্যগত উদ্বেগের কারণে এশিয়া কাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও নকভির এহেন ঘোষণার পর তাঁকে কাঠগড়ায় তুলছেন অনেকেই। কেউ কেউ বলছেন, একটা 'সাধারণ টুর্নামেন্ট' আয়োজন করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁদের।

Advertisement

শ্রীলঙ্কায় ভাইরাসজনিত রোগ চিকনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা গিয়েছে। সেই কারণে ACC কোনও ঝুঁকি নিতে চাইছে না। যত তাড়াতাড়ি সম্ভব নতুন সময়সূচি ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। ACC'র তরফে মহসিন নকভি বলেন, "আমরা সব সময়েই মহিলা ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে সুযোগ করে দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। মহিলা ক্রিকেটের উন্নয়নে টুর্নামেন্টটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব নিরাপদ পরিবেশে এই প্রতিযোগিতার আয়োজন করতে চাই। শীঘ্রই নতুন সময়সূচি ঘোষণা করা হবে।"

সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা এসিসিকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে প্রতিকূল আবহাওয়া ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের বিষয়ে আলোকপাত করেন তিনি। রীতিমতো উদ্বেগ প্রকাশ করে এশিয়া কাপ স্থগিতের অনুরোধও জানান তিনি। আর এদিন শাম্মি সিলভার অনুরোধে সাড়া দিয়ে অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্টটি স্থগিত রাখার কথা ঘোষণা করেছে ACC।

প্রসঙ্গত, ১৪ বছর পর শ্রীলঙ্কায় ফের প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছে চিকনগুনিয়ার। আমেরিকার সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তালিকায় রাখা হয়েছে শ্রীলঙ্কার নাম। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই মুহূর্তে খেলাধুলা আয়োজনের পরিবেশও নেই।

তবে, এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তিক্ত। এই পরিস্থিতিতে সম্প্রতি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, ভারত ইমার্জিং এশিয়া কাপে আদৌ খেলবে কিনা, সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি। তাই ভবিষ্যতে মহাদেশীয় এই প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে মানদণ্ড হয়ে উঠতে চলেছে ভারতের সিদ্ধান্তও। অনেকেরই প্রশ্ন, ইমার্জিং এশিয়া কাপের মতো একটা সাধারণ টুর্নামেন্ট আয়োজন করতে এত কালবিলম্ব কেন হচ্ছে? আসলে নতুন সময়সূচি এখনও ঘোষণা করতে পারেননি নকভি। সেই কারণে চটেছেন ক্রিকেটপ্রেমীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৬ জুন থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা ছিল মহিলাদের ইমার্জিং এশিয়া কাপ।
  • তবে, সেই টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল।
  • সোমবার এই ঘোষণা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি।
Advertisement